• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

অগ্রণী ব্যাংকের সিইও জুতা পায়ে শহীদ মিনারে-বকে যাওয়া সমাজের অন্তর্ভূক্ত হলেন ।

জেবি২৪ নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৪৬ পিএম
অমর একুশ, শহীদ বেদী,
সংগৃহীত

ভাষা শহীদদের অসম্মান করতে আর কোন কোন পদ্ধতি অবশিষ্ট আছে কেউ জানেনা । বকে যাওয়া , বা কুশিক্ষায় বেড়ে ওঠা উদীয়মান সমাজের সাথে পাল্লা দিয়ে শিক্ষিত বলে দাবি করা, উচ্চপদস্ত কর্মকর্তারা পিছিয়ে নেই । সেটাই প্রমাণ হলো আবার । এটা নিছক ভুল, নিছক অজ্ঞতা নাকি জ্ঞাত ভাবে চক্রান্তের বহিঃপ্রকাশ সেটা কেউ জানেনা । 
 
কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে জুতা পরেই পুষ্পস্তবক অর্পণ করলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুল ইসলাম। এই ঘটনা রীতিমত বিস্ময়কর শুধু নয়, জাতি হিসাবে চরম অবনতিকর , অসুস্থতার পরিচায়ক বটে ।  

সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের মূল বেদীতে জুতা নিয়ে প্রবেশ করেন তিনিসহ আরো দুই কর্মী। এসময় স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে খালি পায়ে এগুনোর জন্য বারবার অনুরোধ জানানো হলেও তিনি তাতে কর্ণপাত করেননি।  বিষয়টি নিয়ে কথা বলবার জন্য অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কয়েক দফায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন - জুতা পায়ে শহীদ বেদীতে টিকটক ভিডিও তৈরি করলো শরীফুল


এরপরেও কি আমরা বলবো যে, ২১ আমাদের অহংকার ? হ্যাঁ অবশ্যই বলবো , কারন গুটিকয়েক অমর্যাদাকর, অসুস্থ, মানষিক বিকারগ্রস্থ ব্যাক্তির জন্য আমাদের অহংকার ভূলন্ঠিত হয়ে পারে না । 

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

রাজধানী বিভাগের জনপ্রিয় সংবাদ