
শিশু ও কিশোর প্রতিভা খুঁজে বের করতে দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের অঙ্গসংগঠন "প্রতিভা" অনলাইন ও অফলাইনে কাজ করছে । শিশু ও কিশোরদের অনলাইন ও অফলাইনের ক্ষতিকারক দিক থেকে ফিরিয়ে নিয়ে আসতে এবং বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি ধারন করে সামনে এগিয়ে যেতেই এই সংগঠনের জন্ম । সেই সাথে সামাজিক ভাবে মানুষের পাশে দাঁড়াতে ওরা বদ্ধপরিকর, যার স্বাক্ষর ইতিমধ্যে ওরা রেখেছে ।
গত ২১ অক্টোবর ২০২২ তারিখে মিরপুর ১নং এ এক আনন্দঘন পরিবেশে "প্রতিভা" সংগঠনের মিলনমেলা অনুষ্ঠিত হয় । সেইসাথে বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগীতায় যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের সহ সম্পাদক মোঃ আসতাব হোসেন । পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আসতাব হোসেন , অবিভাকের পক্ষথেকে মিসেস তৌহিদা এবং সম্মানিত আমন্ত্রিত অতিথি ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদ্য এস এস সি পরীক্ষা সমাপ্ত করা ছাত্রী প্রতিভা । সহকারী প্রতিষ্ঠাতা অনার্স পড়ুয়া ছাত্রী প্রতিভার বড় বোন প্রকৃতি । সেই সাথে বিভিন্ন দায়িত্বে রয়েছে বিভিন্ন ক্লাসের ছাত্র ও ছাত্রীগণ । তাদের মধ্যে উপস্থিত ছিলো
১। নাহিদুল ইসলাম
২। সুমাইয়া আক্তার মনি
৩। মোঃ হাসান রায়হান মাশরুফ
৪। আব্দুস সামি
৫। সুমি হোসেইন
৬। নুসরাত প্রিয়ন্তি
৭। মহিবুল্লাহ জামান
৮। ফারহান ইসরাক
৯। সাগর আহমেদ
আরো উপস্থিত ছিলেন অবিভাবকগণ ।
সন্তান বেড়ে উঠুক দেশের জন্য, মানবতার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য , এই মূলমন্ত্র নিয়ে এগিয়ে যাক "প্রতিভা" ।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: