• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি ২০২২

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৫ এএম
স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান , বাংলাদেশ
ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত না হলেও আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) কারিগরি কমিটির সাথে বৈঠকে শেষে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। সকলের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। করোনা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ কমিটিও মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে। বুধবার রাতে একাত্তর জার্নালে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা দুই ডোজ টিকা দিয়েছেন তারা স্বশরীরে ক্লাস করবেন। যাদের টিকা দেওয়া হয়নি তারা আপাতত অনলাইনে ক্লাস করবেন।

মন্ত্রী আরও বলেন আপাতত প্রাথমিক পর্যায়ের শিশুদের ক্লাসে আনার বিষয়ে আমরা ভাবছি না। তাদের বিষয়ে আরো একসপ্তাহের পরিস্থিতে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছিলেন করোনা পরিস্থিতির উপর নির্ভর করে, চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া সম্ভব হবে। 

Daily J.B 24 / জেবি/শিক্ষা/১৭২২২

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ