• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগের সদস্য বলেই কি বিচারহীনতার খপ্পরে একটি পরিবার !

স্থানীয় প্রতিনিধি
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০২ এএম
আওয়ামীলীগ,   বিচারহীনতার খপ্পরে একটি পরিবার , বিচারহীনতা

২৬/০৫/২০১৯ তারিখে দায়েরকৃত মামলা নং জিআর ২৮/১৯ কচাকাটা থানা,  কুড়িগ্রাম। 
২৪/০৫/১৯ তারিখে ভইশকুড়ি বিলের পারাদার হিসাবে নিয়োজিত আওয়ামিলীগের ইউনিয়ন দপ্তর সম্পাদক 
মোঃ মোস্তফা জামানকে পূর্বের জের ধরে  উক্ত মামলার যে সকল আসামি  লাঠি, লোহার রড মাছ ধরার কোচা নিয়ে অতর্কিত আক্রমণ করে  শরীরে বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে এবং তার সাথে থাকা ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি  মোঃ আক্তার হোসেন মণ্ডলকে  মারধর করে। 

 

মোঃ আক্তার হোসেন মন্ডল প্রধান সাক্ষী আরও অন্যান্য  প্রত্যক্ষদর্শী বাস্তব সাক্ষ্য দেন। আলোচিত ন্যাক্কারজনক ঘটনার ন্যায্য বিচার দাবি করে ৮৬৭জন লোক স্বেচ্ছায় গণস্বাক্ষর প্রদান করেন এবং বলদিয়া ইউনিয়নে মানব বন্ধন করে তীব্র ঘৃণা ও বিচার দাবি করেন মামলার ১ নং আসামি মোঃ আলমগীর হোসেন প্রধান শিক্ষক (শাহিবাজার বালিকা উচ্চবিদ্যালয়) সহ মোট ৫ জন অপরাধীর বিরুদ্ধে। 

 

কুড়িগ্রাম জেলার সংসদীয় আসন ১ এর বাংলাদেশ আওয়ামিলীগের মাননীয়  সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর এবং ভূরুঙ্গামারি উপজেলার মাননীয় চেয়ারম্যান নূর নবী চৌধুরী খোকন ভিকটিম মোঃ মোস্তফা জামানকে স্ব শরীরে দেখতে গিয়ে দুঃখ প্রকাশ করে সান্ত্বনা দেন। 


২১/০৯/২২ তারিখে চাঞ্চল্যকর উক্ত মামলার রায়ে সকল আসামি বেকসুর খালাস হওয়ায় এলাকার সর্বসাধারণ হতাশ ও বিস্মৃত! 
ন্যায্য বিচার বঞ্চিত মোঃ মোস্তফা জামান ও তার বড় ভাই মামলার বাদী ওয়ার্ড আওয়ামিলীগ গ্রাম  কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম আতঙ্কিত জানা যায়।

 

Daily J.B 24 / জেবি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ