• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ! ঘরে ঘরে যুদ্ধ; ভাইয়ে ভাইয়ে লড়াই!!

Tarequl Islam Tareq
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ০১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:২৮ পিএম
আওয়ামীলীগ, শত্রুতা, ভাইয়ে ভাইয়ে লড়াই
ফাইল ছবি

 

কোন কোন নেতা বা জনপ্রতিনিধির পরিবার-পরিজন, অনুপ্রবেশকারী এবং রাতারাতি ফুলে-ফেঁফে ওঠাদের হাতে তৃণমূলে আজ আওয়ামী লীগ জিম্মি। তারাসহ তাদের আত্নীয়-স্বজন আর তেলবাজদের চলছে রামরাজত্ব। কোনো কোনো এলাকায় মূল দলের উপজেলা/থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি/সাধারণ সম্পাদকদের মধ্যে কেবল হাতে গোণা কয়েকজন সামান্য দলীয় সুযোগ-সুবিধা পায়। বাকীদের অবস্থা চরম হতাশাজনক।


আদর্শবান ও ত্যাগী নেতাকর্মীরা আজ বঞ্চিত, উপেক্ষিত এবং দিশেহারা। এখন বিরোধী দল আর কোন রাজনৈতিক প্রতিপক্ষ না। নিজ দলের প্রকৃত নেতাকর্মীরাই এখন আসল প্রতিপক্ষ। তাদেরকে কূটকৌশলে এবং গৃহবিবাদে ফেলে রাজনীতি থেকে দিনে দিনে মাইনাস করা হচ্ছে। ফলে পদবীধারীসহ দীর্ঘদিনের পরিক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরাও দলীয় কর্মকান্ড থেকে নিষ্ক্রীয় হয়ে পড়ছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অংগ-সহযোগী, সমমনা ও আদর্শিক সংগঠনের নেতা কর্মীদের অবস্থা আরো করুণ।


হাইব্রীড, পরিবার লীগ, আত্মীয় লীগ এবং হঠাৎ লীগসহ সরকার বিরোধীরা তেলপানির বিনিময়ে কব্জা করে নিচ্ছে সরকারি চাকরী, প্রশাসনিক পদায়ন, দলীয় পদবী এবং ব্যবসা বাণিজ্যসহ যাবতীয় সুযোগ সুবিধার সিংহভাগ। নেত্রীর সদিচ্ছা থাকার পরেও আওয়ামী পরিবারের সদস্য ও ছাত্রলীগের যোগ্য প্রার্থীদের অনেকেই আজ চাকুরীসহ অন্যান্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত। অনেক এলাকাতে প্রশাসন সরকার দলীয় সিনিয়র নেতৃবৃন্দকেও পাত্তা দিতে চায় না; এমনকি দলীয় পরিচয় পেলে অনেক ক্ষেত্রেই উল্টো তাচ্ছিল্য করে। দল পরপর তিনবার ক্ষমতায় থাকার পরেও তৃণমূলের নেতাকর্মীরা আজ ভিষণ অসহায়, বঞ্চিত, উপেক্ষিত এবং মূল্যহীন। বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা, নিষ্ক্রিয়তা, বোবা কান্না আর ক্ষুব্ধতা। এছাড়া, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক ও দলীয় কলুষিত নেতাগণ ঘরে ঘরে এবং ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাধিয়ে দিয়েছে; তৃণমূলকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছে। 

 


আগামী প্রজন্মের উপযোগী একটি সুখী-সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জীবন বাজী রেখে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা। শত বাঁধা-বিপত্তি সত্বেও তাঁর সুযোগ্য নেতৃত্ব এবং ইষ্পাত কঠিন দৃঢ়তায় সারা দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। দেশের গরীব-দুঃখী ও সাধারণ মানুষসহ সকলে এর সুফল ভোগ করছেন। অথচ কিছু নেতা ও জনপ্রতিনিধি এবং তাদের সাঙ্গপাঙ্গদের বিতর্কিত/নেতিবাচক কর্মকান্ডে দল দিন দিন সমালোচিত হচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করছে। এছাড়া, গৃহবিবাদ চরম আকার ধারণ করেছে। এসব কারণে, সরকারের সফলতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। ইতোমধ্যে দল কিছু ব্যবস্থা নিলেও তা পর্যাপ্ত নয়।

 


"তৃণমূলের নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকর্মীরা অভিমানী হয়, কিন্তু বেইমান না!" এমন কথা বলে আমরা আত্মতৃপ্তি পেলেও কিছু কলুষিত ও জনবিচ্ছিন্ন জনপ্রতিনিধি ও নেতাদের কারণে বাস্তবতা এখন অনেকাংশেই ভিন্ন।
দুর্দিনে (খোদা না করুন) ভুলের খেসারত প্রত্যেকটা নেতাকর্মীকেই দিতে হবে; আমরা কেউ-ই হয়তো পার পাবো না! আরো খারাপ পরিণতি দেখার আগেই নেয়া হোক যথাযথ কঠোর ব্যবস্থা।


যারা বঙ্গবন্ধর মাজার, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করে তাচ্ছিল্য করে তাদেরকে যদি আওয়ামী লীগের সম্মেলনে দেখা যায় নেতার পাশে মঞ্চে বসে, তাহলে সাধারণ কর্মীরা কি অন্যায় করেছে??এখনই এদের প্রতিহত করুন না হলে তৃণমূল থেকে প্রতিবাদ শুরু হবে!! আপনারা যা করলেন আগামী দিনে তাই পাবেন,, খেলা বন্ধ করুন না হয় দল ছাড়ুন,রাষ্ট্র নায়ক শেখ হাসিনা আপনার বল্টু খুলে নিতে সময় দিবে না,,,

 


Tarequl Islam Tareq ভাইয়ের ওয়াল থেকে  

 

 

Daily J.B 24 / সোশ্যাল মিডিয়া

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ