
ঘাতকদের দল নির্মমভাবে খুন করেছে বাঙালি জাতির পিতাকে এবং বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাকে তার নিজেরই বাড়িতেই।
ঘাতকের দল মোহাম্মদী বেগ, রায় দুর্লভ, মীরজাফর,মীর কাশিম আলী'র চাইতেও নৃশংস ছিল। কারণ তারা শুধু নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল কিন্তু তার স্ত্রী -সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নৃশংস জল্লাদের মতো হত্যা করেনি। সেই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ক্ষমতা দখল।
কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের উদ্দেশ্য কেবল রাজনৈতিক ক্ষমতা দখলের আকাংখা ছিল না, ছিল স্বাধীনতার অর্জনকে নস্যাত করে ধর্মাশ্রয়ী চেতনার/রাজনীতির পুনরুত্থান ঘটানো।
ব্যক্তিগত জিঘাংসাই যদি এই হত্যাকাণ্ডের একমাত্র লক্ষ্য হতো তবে শিশু রাসেলকে পৈশাচিকভাবে হত্যার প্রয়োজন ছিলনা। প্রয়োজন হতোনা বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করা। প্রয়োজন হতোনা বঙ্গবন্ধুর আত্মীয়স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে হত্যা করা। প্রয়োজন হতোনা বঙ্গবন্ধুর পুত্রবধূদের হত্যা করা।
এই হত্যাকারীদের কোন রাজনৈতিক আদর্শ ছিলনা। তারা ছিল কারো হুকুমের দাস। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারিদের দিকে তাকালেই তা স্পষ্ট হয়।
তাইতো, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীন দেশে শাহ আজীজের মতো স্বীকৃত পাকিস্তানি দালাল/ রাজাকার, যে যুদ্ধ চলাকালীন অবস্থায় অখন্ড পাকিস্তানের পক্ষে জাতিসংঘে গিয়ে দূতিয়ালি করেছিল তাকে প্রধানমন্ত্রী করা হয়।
এই স্বাধীনতা বিরোধী শাহ আজীজকে কিভাবে প্রধানমন্ত্রী হলেন? কে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন?
কথিত মুক্তিযোদ্ধা জিয়ার বদান্যতায় শাহ আজীজ মুক্তিযুদ্ধের বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়।
রাজাকার আবদুল আলীমের গাড়িতে ৩০ লাখ শহীদের রক্ত রঞ্জিত পতাকা কে তুলে দিয়েছিল?
কথিত মুক্তিযোদ্ধা জিয়া!!
নিষিদ্ধ ঘোষিত গোলাম আজমকে দেশে ফিরে আসার অনুমতি কে দিয়েছিল?
কথিত মুক্তিযোদ্ধা জিয়া!!
নিষিদ্ধ ঘোষিত জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে করে দিয়েছিল?
কথিত মুক্তিযোদ্ধা জিয়া!!
নিষিদ্ধ ঘোষিত ধর্মীয় রাজনীতিকে কে পুনরায় সুযোগ দিয়েছিল?
কথিত মুক্তিযোদ্ধা জিয়া!!
মুক্তিযুদ্ধের শ্লোগান 'জয় বাংলা' কার ইশারায় বদলে গিয়ে 'জিন্দাবাদ'-এ পরিনত হয়েছিল?
কথিত মুক্তিযোদ্ধা জিয়া!!
রাজাকারদের প্রতিপালক জিয়া আজো এদেশে মুক্তিযোদ্ধার মর্যাদা পায়!! স্বাধীন দেশে এরচেয়ে লজ্জা আর কি হতে পারে?
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: