
বরিশাল নাকি স্মরনকালের সেরা রাজনৈতিক কেন্দ্র হবে বিএনপির জন্য । কিন্তু সব গুড়ে পানি ঢেলে দিলো শেখ হাসিনার জনপ্রিয়তা । আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা আবার জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবেন ।
তার মানবতা দেখেছি, দেশের জন্য যুদ্ধ দেখেছি , কিন্তু তার ক্রোধ জেগে উঠলে সামলানো কঠিন । ভুলে যাচ্ছেন কেন- সে তার বাবা সহ পরিবারের ছোট্ট সদস্যকে নির্মম ভাবে নিহত হতে দেখেছে বুলেটের আঘাতে ।
আজ বিএনপি মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে , ভোটের নিশ্চয়তা চায় , কতকিছু চায় ।
মনেপড়েকি প্রয়াত সুরঞ্জিদ সেনের সেই বক্তব্যের কথা ? সংসদে বসে কি বলেছিলেন ? বিএনপিকে একদিন সংসদে দুরবিন দিয়ে খুঁজতে হবে ।
হয়নি সেটা ? অবশ্যই হয়েছে । আজ #খালেদা_জিয়ার মুক্তির জন্য কত কথা । যেদিন খালেদা জিয়া ও তার গং শেখ হাসিনাকে গ্রেনেট দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলো, সেদিন কোথায় ছিলো গণতন্ত্র ? কোথায় ছিলো মানবতা আর রাজনীতি ?
যেদিন খুনি জিয়া পর্দার আড়ালে আমেরিকায় সামরিক কোর্সের নামে গিয়ে সি আই এ দের পরামর্শ সাথে করে এনেছিলো, আই এস আই তার প্রেস্কিপশন বাস্তবায়ন করেছিলো ফ্রিডম পার্টি নামে বিপদ্গামী সেনা অফিসারদের মাধ্যমে সেদিন কোথায় ছিলো মানবতা , কোথায় ছিলো গণতন্ত্র, কোথায় ছিলো রাজনীতি ?
রাজাকারদের সাথে নিয়ে শেখ হাসিনাকে যখন ২১ বারের মতো হত্যা চেষ্টা চালানো হয়েছে তখন কোথায় ছিলো বিএনপি সরকারের আইন আদালত, কোথায় ছিলো তাদের নেটওয়ার্ক ?
আজ আমরা মানবতা চাই, গণতন্ত্র চাই , কতকিছু চাই - অথচ রাস্তায় আগুন সন্ত্রাস চালিয়ে বিএনপি যখন ক্ষমতা চেয়েছিলো তখন কোথায় ছিলো আপনাদের এত মধুর গান ? আপনাদের কোকিল কন্ঠ তখন কেন কাকের মতো কা কা করে উঠেছিলো ?
এরপরেও শাস্তিপ্রাপ্ত খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছে এটা শেখ হাসিনার মানবতার স্বাক্ষর । খালেদা জিয়ার ভাই, বোন জামাই এরা যখন লাইন দিয়ে আবেদন পত্র নিয়ে শেখ হাসিনার পায়ে ধরেছে তখন তিনি সব প্রতিহিংসা ভুলে খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছেন, যা বিশ্বে নজীর বিহীন।
এখন আবার সমাবেশের নামে, সময় বেঁধে দিয়ে যখন বলছেন, ডিসেম্বর ১০ এর কথা, তখনও শেখ হাসিনা স্টিম রোলার চালায় নি । মাত্র একটা বক্তব্য দিয়েছেন । এতেই হাওয়া বেরিয়ে গেলো ?
মাঠেতো এখনও খেলাই শুরু হয়নি । বিএনপির এই নোংড়া রাজনীতি ঠেকাতে এখন অবধি পুলিশ ছাড়া কোন বাহিনি ডাকতে হয়নি । এতে বোঝেন না আপনারা যে, বিএনপি ও তার মিত্ররা কতটুকু পেরেছে মাঠ গরম করতে ? আরে ড্রাগ খাইয়ে সারা দেশের টোকাই একত্রিত করেকি সরকার পতন হয় ? এত সোজা ? এখন কিসেই ৭৫ এর সময় ? এটা মাথায় থাকে না ?
সাধারন মানুষকে বোকা বানানোর দিন শেষ । ওরা এখন হাতের মুঠোতে দুনিয়া নিয়ে ঘোরে । তবে সমস্যা একটা স্থানে - শেখ হাসিনার চারপাশে হাইব্রিডের জয় জয় কার । যারা ঘরের বাঁধন কেটে দিতে রেডি হয়ে আছে।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
মোঃ তৈমুর মল্লিক
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: