• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আগামীর হাতছানি

এ এইচ তুফান
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৫২ পিএম
সাহিত্য, কবিতা, নির্ভিক যোদ্ধা , গোলাপ গ্রাম

এক নির্ভিক যোদ্ধার কলম আগামীর স্বপ্নের কথাই বলে । তুফান বদলে দাও এই কথাটার মধ্যেই রয়েছে মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছাশক্তি । 

 

এ এইচ তুফান এর কবিতা 

আগামীর হাতছানি 

 


একটি  জীবনের গল্প
এক একটি অধ্যায়,
কিছু অধ্যায় সমাপ্ত হয়
আর কিছু অধ্যায় শুরু হয়,
জীবন থেমে থাকে না
নতুন কোন পৃথিবী তাকে খুঁজে নেয়।
প্রতিটি জীবনের একটি নিজস্ব আলোর গতি থাকে
সেই গতি অবশ্যই স্বপ্ন চূড়ায় নিয়ে যাবে।
জীবন সংকট সময় গুলো বড় শিক্ষণীয়
অভাব আর অসুস্ততা সৃষ্টি কর্তার নেয়ামত
তাতে চেনা যায় আপন আর পর।
হতাশ নয়
জানি মৃত্যু  খুব সন্নিকট
তবুও লড়ছি আর কিছুদিন সমাজ বিপ্লবের লড়াই নিয়ে
পথ চলতে পারি যেন মন্দের মৃত্যু ঘটিয়ে।
বন্ধু লড়ে যাও
দুঃখ নেই
হয়ত এর চেয়ে আগামীটা হয়ে উঠবে নক্ষত্র আলোকময়।।।

 

 

 

Daily J.B 24 / সাহিত্য

কবিতা বিভাগের জনপ্রিয় সংবাদ