
আজ ২ জুন ২০২২ বেলা সাড়ে তিনটায় সম্মেলনের উদ্বোধন করেন নির্যাতিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল। জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় উদীচীর ২২তম জাতীয় সম্মেলনের।
আলোচনা অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ডঃ শফিউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, নাট্যজন মামুনুর রশীদ, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কবি গোলাম কিবরিয়া পিনু এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়কারী নিখিল দাস।
আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন এদেশের যেকোনো গণআন্দোলনে উদীচী এক আস্থার নাম। সাংস্কৃতিক ও রাজনৈতিক অবক্ষয়ের এই দুঃসময়ে উদীচীকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন এই সামগ্রিক অনাচার ও সাংস্কৃতিক বিপন্নতার বিরুদ্ধে, পুঁজি, পুরুষতন্ত্র, ভোগবাদ ও সাম্প্রদায়িক সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে লড়াই গড়ে তোলা ছাড়া আমাদের মুক্তি অসম্ভব। উদীচী সে সাংস্কৃতিক লড়াই ও কর্মসূচী চালিয়ে যাচ্ছে।
এই লড়াই আরো জোরদার করার দ্ব্যার্থহীন প্রত্যয়ে উদীচীর ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এসময় উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা অনুষ্ঠানের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি মহানগর নাট্যমঞ্চ থেকে যাত্রা করে গোলাপ শাহ মাজার হয়ে জিপিও মোড় ঘুরে আবার নাট্যমঞ্চে ফিরে আসে।
এরপরই উদ্বোধনী সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো শংকর সাঁওজালের গ্রন্থনা ও নির্দেশনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের বিশেষ পরিবেশনা ‘ফিরে চাই সম্প্রীতি সাম্যের গান, পূর্ণ সংবিধান’।
এরপর একে একে পরিবেশিত হয় বিভাগীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা। ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, চট্রগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের শিল্পীদের পরিবেশনার পাশাপাশি আবৃত্তি করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, রেজিনা ওয়ালী লীনা, মিজানুর রহমান সুমন। সংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী আরিফ রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম। ছিলো সাজু আহমেদের পরিচালনায় কত্থক নৃত্য।
আগামীকাল সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে সাংগঠনিক অধিবেশন। এরপর থাকবে উদীচীর বিভিন্ন বিভাগ এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
Daily J.B 24 / ২৪ নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: