• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আপনার কোন অধিকার নেই ছাত্রলীগের সমালোচনা করার।

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৯ পিএম
ছাত্রলীগ , যুবলীগ, আওয়ামীলীগ, শেখ হাসিনা , বাংলাদেশ
ফাইল ছবি

৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আর একবার এমন বক্তব্যে যখন আপনি দুঃখিত নন, আপনার অন্তরে রক্তক্ষরণ হয়না, আপনার চোয়াল শক্ত হয়না, আপনার কলিজায় আগুন জ্বলেনা - নিতান্তই ক্লিব লিঙ্গের মতো মেরুদণ্ডহীন নপুংসক এক অর্বাচিন মানুষ রুপি ধান্দাবাজ হয়ে এদিক সেদিক উঁকিঝুঁকি মারেন আবার অন্যদিকে মুজিবকোট গায়ে দিয়ে আওয়ামিলীগ আওয়ামিলীগ বলে ভাই লিগের কষাই হন অথবা নির্মম কষাই পশ্চিম পাকিস্তানের দালাল হন অথবা নগ্নতার ঠিকাদার হয়ে ধর্মকে নিয়ে আসেন নিজের স্বার্থে অথবা গুপ্তচর হয়ে আওয়ামিলীগে হন রুহানি লীগার, তখন এই মুহুর্তে ছাত্রলীগ নিয়ে কোন সমালোচনার অধিকার আপনার থাকে না। কোন অবস্থাতেই ছাত্রলীগ নিয়ে কথা বলার নৈতিক অধিকার থাকেতো নাই বরং এরপরে হয়তো যুবলীগ বা আওয়ামিলীগ নিয়েও কোন কথা বলার অধিকার আপনার থাকবে না।  

৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, এই লাইন উচ্চারণ করে তারা বঙ্গবন্ধুকে হত্যার দায় স্বীকার করে নিয়েছে।  যে বঙ্গবন্ধুকে পাকিস্তান হত্যা করতে পারেনি, সেই বঙ্গবন্ধুকে হত্যার দায় স্বীকার করে নেবার পরেও যখন বিএনপি পরিবারে আগুন জ্বলেনি, জামায়াতের বংশ নির্বংশ করতে হামলে পড়েনি বাংলাদেশের মানুষ, হামলে পড়েনি লীগ নামের সকল দল উপদল, তখন বুঝতে হবে বাংলাদেশের আইন, বাংলাদেশের প্রশাসন যে কোন সময়ের চেয়ে কঠিন থেকে কঠিন হয়েই পরিচালিত হচ্ছে।  

যে দেশের দুর্নীতি ব্যাক্তিবিশেষ সমর্থিত আর একজন ব্যাক্তি দ্বারা, দল দ্বারা, গোষ্ঠী দ্বারা, সেই দেশের দুর্নীতির দায় শুধুমাত্র সরকারকে বহন করতে হবে এমন ভাবনা কেবল তাদেরই, যারা ৭৫ হাতিয়ার গর্জে উঠুক আর এক বার শোনার পরেও উচ্চারণ দাতাকে এখনও আইনের হাতে তুলে দেয়নি।  
এই সময়ে এসে সেই অপশক্তি শুধু বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করে ক্ষান্ত হয়নি,  সেই সাথে #শেখ_হাসিনাকে দিয়েছে হত্যার হুমকি। অথচ আপনি আমি নির্বিকার,  আপনার আমার অন্তর রয়েছে সেই দিকে যারা বা যে দিক মাত্র ৫০ বছর আগে আমার আপনার মা বোনের ইজ্জত হরন করেছে, নির্বিচারে হত্যা করেছে আমার আপনার পরিবারকে।  

না, কোন ভাবেই ৭৫ এর হাতিয়ার আর গর্জে উঠবে না। ছাত্রলীগ সেটা প্রমাণ করে দিয়েছে। যেহেতু তারা কাউন্টার এটাক করেছে সেহেতু তাদের প্রতি অবশ্যই সমর্থন থাকবে। আর আপনারা কোন ভাবেই ছাত্রলীগের সমালোচনা করার অধিকার রাখেন না।  কারন আপনি ক্লিব লিঙ্গের মের দন্ড হীন  অর্বাচীন এক ধান্দাবাজ প্রানী।  

 

  • মোঃ তৈমুর মল্লিক 
  • কলামিষ্ট 
  • প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক 
  • দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন 

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ