• ঢাকা
  • রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

(জেবি২৪) আফগানিস্তানের মহিলাদের জনসমক্ষে তাদের মুখ ঢেকে রাখতে হবে - তালেবান

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ০৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৪০ এএম
তালেবান, আফগান, নারী স্বাধীনতা, অধিকার বঞ্চিত, মৌলবাদী আইন
সংগৃহীত

জেনারেল ডিরেক্টরেট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্সের একটি বিবৃতি অনুসারে নতুন কিছু আইন জারি করেছে, সেখানে বলছে যে মহিলাদের অবশ্যই তাদের মুখ ঢেকে রাখতে হবে, আদর্শভাবে ঐতিহ্যবাহী বোরকা পরতে হবে। যদি একজন মহিলা নিয়মগুলি অনুসরণ না করেন, তবে তার "পুরুষ অভিভাবক" এর সাথে দেখা করা হবে এবং পরামর্শ দেওয়া হবে এবং অবশেষে জেল এবং সাজা হবে। যে সমস্ত মহিলারা সরকারি অফিসে কাজ করেন এবং নতুন ডিক্রি মানেন না তাদের চাকরিচ্যুত করা হবে।

তালেবান সরকার জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীর অধিকার ও স্বাধীনতা সীমিত করার জন্য সমালোচিত হয়েছে। 
সাবেক আফগান রাজনীতিবিদ ও নারী অধিকার কর্মী জারিফা গাফারি গত মাসে সিএনএনকে বলেছেন , "তালেবানরা আমাদের মুছে ফেলতে পারবে না, সময়টা ১৯৯০ বা তার আগের মতো নয় সুতারং তাদের (নারীদের) মেনে নিতেই হবে। তাদের আর কোনো বিকল্প নেই," । 

গত ডিসেম্বরে, তালেবান নারীদেরকে আফগানিস্তানে দূর-দূরান্তের সড়ক ভ্রমণে নিষিদ্ধ করেছিল, কারন ৪৫ মাইলের বেশি দুরত্বে যেতে একজন পুরুষ আত্মীয়কে তাদের সাথে যেতে হয়। তাই নতুন নিয়মে চালকদেরও বলা হয়েছে যে তারা যেন তাদের গাড়িতে বোরখা ছাড়া নারীদের বসতে না দেয়।

জানুয়ারিতে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তালেবান নেতৃত্বের কাছে নারী ও মেয়েদের মৌলিক মানবাধিকারের স্বীকৃতি ও সুরক্ষার জন্য আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন। "কোনও দেশ তার অর্ধেক জনসংখ্যার অধিকার অস্বীকার করে উন্নতি করতে পারে না ।" 

 

সূত্রঃ সি এন এন https://edition.cnn.com/2022/05/07/asia/afghanistan-taliban-decree-women-intl/index.html

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ