
কথায় কথায় চ্যালঞ্জ প্রদানকারী ও মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলা এনায়েতুল্লাহ আব্বাসী নিজেকে ডক্টরেট ডিগ্রিধারী বলে দাবি করে। সে নাকি লাক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে। তার থিসিসের বিষয় সম্পর্কে বলা হয়েছে : Musannafat Ibne Zakaria Fillugatil Arabia, (Lukhnow University) প্রকৃতপক্ষে এনায়েতুল্লাহ আব্বাসী নামে কেউ কখনো লাক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করে নি। গাবগাছি যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমি ক্ষমা চাইবো।
একজন মানুষ যখন পাবলিক ফিগার হয় তখন তার অনেক কিছুই প্রাইভেট থাকে না। তার প্রথম স্ত্রী কেন বিয়ের পরদিন তাকে ফেলে চলে গেছে এবং পরবর্তীতে তালাক দিয়েছে - (সূত্র গিয়াসউদ্দিন তাহেরি) এমন তথ্য জনগণকে জানিয়ে তাকে বিতর্কিত করতে চাই না। কিন্তু তার আইডেন্টিটি সংশ্লিষ্ট দুটি বিষয় জানার অধিকার সকলের আছে।
১. আব্বাসী জৌনপুরী টাইটেল ব্যবহার করে তার নানার সূত্রে। বংশীয় উপাধি কি মায়ের দিক থেকে হয়?
২. যদি মায়ের দিকের উপাধি ব্যবহার করা যায় তাহলে:-
আব্বাসী নিজেকে ইবনে আব্বাসের বংশধর দাবি করে। তার বংশ তালিকার একটি নাম মনসুর, যার মা ছিলেন আফ্রিকান দাসী (স্ত্রী নয়) সালামা। আব্বাসী যদি মায়ের সূত্রে জৌনপুরী হয় তাহলে একই নিয়মে সে কেন আওলাদে বান্দি নয়? আলে রাসুল শুরু হয়েছে হযরত আলী ও ফাতিমা থেকে। ইবনে আব্বাসের বংশধরেরা আওলাদে রাসুল নয়। আব্বাসীর জৌনপুরী ও আওলাদে রাসুল উপাধি ব্যবহার করার অধিকার নেই।
সারাংশ হচ্ছে, যার ডিগ্রি ও পিতা-মাতা দুই দিকের উপাধিই মিথ্যা, সে মানুষ হিসেবে কতটাই বা ভালো হবে!
জঙ্গি শব্দের অর্থ কি তা আমরা সবাই জানি। ভণ্ড তাবিজ বিক্রেতার সন্তান বলেই সে মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলেছে। "গে" শব্দের হাসিখুশি মানুষ। একশ বছর আগেও এ শব্দ দিয়ে বিশেষ কোনো শ্রেণী বোঝাতো না। জঙ্গি অর্থ যদি খারাপ কিছু না হয় তাহলে আব্বাসী কি শাব্দিক অর্থের সূত্র ধরে নিজেকে "গে" ঘোষণা দিবে? যদি এমন ঘোষণা না দেয় তাহলে মুক্তিযোদ্ধাদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করার জন্য তার ক্ষমা চাওয়া উচিত।
Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: