
প্রায় ৪.৯ লক্ষ কৃষক বিনামূল্যে বীজ, সার পাবেন
আমন চাষিরা পাচ্ছেন ৩৩.২ কোটি টাকা সরকারি প্রণোদনা।
আগামী মাসে শুরু হতে যাওয়া চাষের মৌসুমে বর্ধিত জমিতে আমন চাষে উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৩৩.২ কোটি টাকা প্রণোদনা দিতে যাচ্ছে সরকার।
প্রায় ৪.৯ লক্ষ ক্ষুদ্র চাষীদের বিনামূল্যে বীজ এবং সার সরবরাহ করা হবে, কৃষি মন্ত্রক আজ এক বিবৃতিতে জানিয়েছে।
সব সাম্প্রতিক খবরের জন্য, ডেইলি স্টারের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।
প্রকল্পের অধীনে, একজন কৃষক প্রতি বিঘা বা৩৩ দশমিক ৩৩ শতাংশ জমির জন্য ৫ কেজি (কেজি) উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ,১০ কেজি ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ১০ কেজি মিউরিয়েট অফ পটাশ (এমওপি) পাবেন। .
নিয়মিত পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে এই প্রণোদনা দেওয়া হয় বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
শুষ্ক মৌসুমে উৎপাদিত সেচভিত্তিক বোরোর পর বর্ষাকালে আমন ধান উৎপাদন করা দ্বিতীয় বৃহত্তম ফসল।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: