
এটাতো সেই বাংলাদেশ , যে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বঙ্গবন্ধুর একান্ত সচর, একান্ত ছায়া সেই জাতীয় চার নেতাকেও হত্যা করেছে অন্ধকার জেলের মধ্যে ।
কথিত আছে জেল খানা - একটি সুরক্ষিত এলাকা । যেখানে সাবোটাস ঘটানোর কোন সুযোগ নেই । তারমানে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র ছিলো চক্রান্তকারী , হত্যাকারী ও বেঈমান । আমরা সেই ইতিহাস সাথে নিয়ে দৌড়ে মরলেও- আজ সেই প্রেতাত্মারাই জেগে উঠেছে ভয়ংকর ভাবে, তারা বলছে - আমরা রাষ্টপক্ষমতা চাই ।
দেশে বিদেশে চক্রান্তের জাল বিস্তার করে - বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে খাদের কিনারে । যদি এমন দিন আসে, সেদিন নিশ্চই আমরা বুঝতে পারবো , কি হারিয়েছি আর কি পেয়েছি । আমরা কখনই ততোক্ষণ শিক্ষা নেইনা , যতোক্ষন আঘাতপ্রাপ্ত না হই ।
জাতীয় চার নেতার প্রতি রইল গভীর শ্রদ্ধা । আল্লাহ তাদের ভালো রাখুন ।
জয় বাংলা, জয় বংগবন্ধু ।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: