• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আমরা কেন তেল সংকটে ভুগবো - দরকার শুধু ইচ্ছা শক্তি, পরনির্ভরশীলতা হতে মুক্তির ইচ্ছা

সোশ্যাল মিডিয়া নিউজ
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ০৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২০ এএম
সয়াবিন তেল, সয়াবিন চাষ, তেল সংকট, বাংলাদেশ
সংগৃহীত

বাংলাদেশ ‍কৃষি প্রধান দেশ? এদেশে কেন এত সয়বিন তেলের ঘারতি হবে? কেন বিদেশ থেকে সয়াবিন তেল আমদানি করতে বিশাল অংকের রিজার্ভ (টাকা) খরচ করতে হবে।


বাংলাদেশ সয়াবিন চাষের জন্য উপযোগী, সয়াবিন বছরের সব সময় চাষ করা যায়। তবে রবি (শীত কাল) মৌসুমে ফলন বেশি হয়। মাত্র তিন মাসের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। এ ফসল চাষের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, এর ফলে পরবর্তী ফসলে ইউরিয়া সারের অর্ধেক পরিমাণে প্রয়োজন হয়। কৃষি জমি ছাড়াও বাড়ির আশেপাশে অথবা গাছের ছায়া পড়ে এমন জায়গা সয়াবিন চাষ করা যায়। আমরা এই বিদেশী তেল খেতে সম্পূর্ণ অভ্যস্থ হয়ে গেছি, এখন চাষে অভ্যস্থ হলেই এই কঠিন সংকট থেকে মুক্তি পাব। নয়তো সামনের দিনগুলোতে আরো সংকট বাড়বে। 


 ইয়ামিন হুসাইন

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

সোসাল মিডিয়া বিভাগের জনপ্রিয় সংবাদ