
বাংলাদেশ কৃষি প্রধান দেশ? এদেশে কেন এত সয়বিন তেলের ঘারতি হবে? কেন বিদেশ থেকে সয়াবিন তেল আমদানি করতে বিশাল অংকের রিজার্ভ (টাকা) খরচ করতে হবে।
বাংলাদেশ সয়াবিন চাষের জন্য উপযোগী, সয়াবিন বছরের সব সময় চাষ করা যায়। তবে রবি (শীত কাল) মৌসুমে ফলন বেশি হয়। মাত্র তিন মাসের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। এ ফসল চাষের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, এর ফলে পরবর্তী ফসলে ইউরিয়া সারের অর্ধেক পরিমাণে প্রয়োজন হয়। কৃষি জমি ছাড়াও বাড়ির আশেপাশে অথবা গাছের ছায়া পড়ে এমন জায়গা সয়াবিন চাষ করা যায়। আমরা এই বিদেশী তেল খেতে সম্পূর্ণ অভ্যস্থ হয়ে গেছি, এখন চাষে অভ্যস্থ হলেই এই কঠিন সংকট থেকে মুক্তি পাব। নয়তো সামনের দিনগুলোতে আরো সংকট বাড়বে।
Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: