
বিএনপি প্রতিদিনই বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না । আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে । বিশ্বের গণতন্ত্রিক দেশের মতো নির্বাচন হবে ।
২৯ মার্চ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এ রকম তত্ত্বাবধায়ক সরকার চায় । তারা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার খুঁজে পাবে অনলি ইন পাকিস্তান । দ্যাট ইজ নট এ গুড এক্সাম্পল ফর ডেমোক্রসি ।
তিনি বলেন, তত্ত্বাতত্ত্বাবধায়ক সরকার বিষয়টিকে পাটিযান করে ফেলেছে বিএনপি । সেটা ২০০১ সালের নির্বাচনে । সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, বঙ্গভবনে শপথ নিতে না নিতেই কি হলো, ১৩ জন সচিব বাদ!
তিনি আরো বলেন, বাংলাদেশে প্রোগ্রেস থেমে থাকলে বিশ্বের বড় বড় দেশের নেতারা বাংলাদেশের প্রশংসা করে কেন? আমি একটা কথা বলবো আমরা অনেকের চেয়ে ভালো আছি । ভোগ্যপণ্যের দাম কমেছে, ধীরে ধীরে আরো কমবে, শুধু দেশে না সারা দুনিয়াতে পণ্যের দাম বাড়ছে ।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তা নিয়ে তো আমাদের উদ্বেগের কিছু নেই, আমরা সংবিধান মেনেই নির্বাচন করবো ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয় । বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক তা কখনো পূরণ হবে না ।
জেবি/নির্বাচন
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: