
সরকারবিরোধী আন্দোলন চাঙ্গা করতে সাম্প্রতিক সময়ে নিজেই শহীদ হয়ে দলের জন্য কিভাবে কাজ করতে হয়, তার উদাহরণ হয়ে থাকার প্রত্যয় ব্যাক্ত করেছেন । যদিও বিএনপির নেতা কর্মিরা তার এই উদাহরন হয়ে থাকাকে চিটিংবাজ বক্তব্য হিসাবে ধরছে ।
সরকারবিরোধী ন্দোলন চাঙ্গা করতে না পারার জন্য লন্ডন থেকে প্রচন্ড চাপ আসার পরে তারেক রহমান নির্দেশ প্রদান করেছে যে, বিএনপির খলনায়ক দুদু এর আগে আন্দোলনে শহীদ হলে তার পরিবারের দায়িত্ব নেবে বলে জানিয়েছিলো। কিন্তু অধ্যবধি বিএনপির টকাই নেতারা যারা মারা গিয়েছে তাদের পরিবারের দায়িত্ব দুরে থাক, দেখা পর্যন্ত করতে যায়নি বলে , বিএনপির নেতা কর্মিরা জানায় ।
বিষয়টি মোটেও ঠিক হয়নি। এমনকি মৃত নেতাকর্মিদের জন্য বরাদ্দকৃত অর্থ নিজের মনে করে খেয়ে ফেলেছে । আর তাই আমানুল্লাহ আমানকে নির্দেশ প্রদান করা হয়েছে, তাকে শহীদ হয়ে দলের জন্য কাজের উদাহরণ হয়ে থাকতে এবং তার পূর্বে খলনায়ক দুদুর নিকট পরিবারের সকল ভরণপোষণের জন্য আবেদন পত্র জমা দিতে ।
সকল দিক বিচার করে আমানুল্লাহ সাহেব যে কোন মুহুর্তে শহীদ হয়ে যেতে পারে। আমরা হয়ত দেখতে পারি এক কিংবদন্তী পরগাছা রাজনীতিবিদের ঐতিহাসিক পরিণতি ।
আমরাও সেটাই চাই, অন্যের সন্তানকে আল কুতুবে মাওলানার মতো শহীদ হতে না বলে , আগে নিজে শিহীদ হয়ে দেখান । হিম্মত দেখি ।
মোঃতৈমুর মল্লিক
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: