• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আমার সোনার বাংলাদেশ কখনই শ্রীলংকা হবে না

অনলাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩৪ এএম
বাংলাদেশ , শ্রীলংকা  , শেখহাসিনা

 

আমার সোনার বাংলাদেশ কখনই শ্রীলংকা হবে না। 
একজন শেখ হাসিনার হাত ধরেই সকল সঙ্কট থেকে উত্তরণ করবে বাংলাদেশ। 


আমাদের সবার প্রিয় বাংলাদেশ নাকি একদিন শ্রীলঙ্কা হয়ে যাবে ! এই গুজব বাংলাদেশের বিভিন্ন জেলায়  এবং গ্রাম মহল্লায় প্রচার করছে বিএনপি'র নেতা কর্মীরা। 

ইনশাআল্লাহ  আমাদের প্রিয় মাতৃভূমি  বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবেনা।


কারণ 

  • ১ । আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য গুলো  আমরা নিজেরাই  উৎপাদন করি থাকি 
  • ২। সবজি ও মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। 
  • ৩।ধান ও আলু উৎপাদনে যথাক্রমে চতুর্থ ও সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আমাদের প্রিয় বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার  মত শতভাগ পর্যটন নির্ভর উপার্জন করে না। 

 

  • - আমাদের বাংলাদেশের  প্রায় দুই কোটি রেমিট্যান্স যোদ্ধা আছে সারা পৃথিবীতে 
  • - আমাদের দেশের কোটি কোটি কৃষক আছে যারা নিজেদের জমিতে ফসল উৎপাদন করেন 

 

তারা সবাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য প্রায়ই রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। আর সেই জন্য তাদের সবাইকে যাবতীয় সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন আমাদের আধুনিক বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিশ্বাস করি আমাদের এই সোনার বাংলাদেশকে স্বনির্ভর করে সামনে এগিয়ে নেওয়ার জন্য একজন শেখ হাসিনা আছেন, যা শ্রীলঙ্কার  ছিল না, এখনও নেই । 

#বাংলাদেশ #শ্রীলংকা #শেখহাসিনা

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ