
ইউক্রেন থেকে দেশে পৌঁছেছে ৫২ হাজার ৫০০ টন গম।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে কুতুবদিয়ায় চট্টগ্রাম বন্দরের বহিঃ নঙ্গরে সরকারি এসব গম নিয়ে পৌঁছায় "ম্যাগনাম ফরচুন" নামের একটি জাহাজ।
বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের।
তিনি জানান, বৃহস্পতিবার (১০ নভেম্বর) জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করা হবে। ল্যাব টেস্টে চুক্তি অনুযায়ী ধরন ও মান ঠিকঠাক থাকলে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে শুরু হবে খালাস প্রক্রিয়া।
সরকার সম্প্রতি ভারত থেকে গম আমদানির চেষ্টা করে তবে দেশটি রাজি না হওয়ায় রাশিয়া ও ইউক্রেন থেকে জিটুজি ভিত্তিতে গম আনার চুক্তি হয়। যার অংশ হিসেবে ইতোমধ্যে দুই চালানে রাশিয়া থেকে আসে ১ লাখ টনের বেশি গম।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: