• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে জ্বালানী সংকট ও মুল্যবৃদ্ধি: আসুন সংকটে সাশ্রয়ী হই ।

তম্ময় আহমেদ 
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৮ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৩৬ পিএম
Russia , Ukraine , Russia Ukraine War , শেখ হাসিনা, বাংলাদেশ , বিদ্যুৎ জ্বালানী , ভর্তুকি , লোডশেডিং
ফাইল ছবি

 

 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সারাবিশ্বে জ্বালানীর মূল্যে ঘটেছে ব্যাপক পরিবর্তন।

ফার্নেস অয়েলের দাম বেড়েছে প্রতি মেট্রিক টনে ৩৭২ ডলার। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি এমএমবিটিইউ তে বেড়েছে ২৮ ডলার। কয়লা ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ১১৪ ও ২২ ডলার। এই ব্যাপক মূল্যবৃদ্ধির প্রভাবে সারা বিশ্বই হাঁসফাস করছে। অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স,  যুক্তরাষ্ট্রের মতো দেশও জ্বালানীর ব্যবহারে সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছে।


বাংলাদেশ নিজের সীমিত জ্বালানী উৎস থেকে ব্যাবহারের পাশাপাশি আমদানি করে বিদ্যুত উৎপাদন কারখানায় জ্বালানী সরবরাহ করে থাকে। কিন্তু বিশ্বব্যাপী জ্বালানী সংকট ও ব্যাপক মুল্যবৃদ্ধির কারনে ব্যাহত হচ্ছে আমদানি। যার প্রভাব পড়ছে উৎপাদনে এবং সরবরাহে। এই বৈশ্বিক সংকটে আমাদের উচিত ধৈর্যধারন করা এবং সাশ্রয়ী হওয়া। তাহলেই আমরা এই সংকট মোকাবেলা করতে পারবো। 

#Russia #Ukraine #RussiaUkraineWar #শেখহাসিনা #বাংলাদেশ #বিদ্যুৎজ্বালানী #ভর্তুকি #লোডশেডিং #অর্থনীতি #বিদ্যুৎ #জ্বালানি

 

 

Daily J.B 24 / সোশ্যাল মিডিয়া সংবাদ

সোসাল মিডিয়া বিভাগের জনপ্রিয় সংবাদ