
আমরা কি বিরোধিতা করার জন্য করি নাকি মস্তিষ্ক দেউলিয়া হয়েছে বলেই বিরোধীতা করি ?
সরকারের বিরোধিতা যে কেউ করতেই পারে, পছন্দ না হলে সে সরকারের সমালোচনা করবে । কিন্তু বিশ্ব যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়- তার বর্তমান অবস্থা, আর সেই মুহুর্তে তারা অর্থাৎ যারা বিদ্যুতের খাম্বা পর্যন্ত চুরি করে খেয়েছে , ধর্ম ব্যাবসা করতে করতে শরীরের চর্বি গলে যায় বলে মসজিদের এয়ার কন্ডিশন কেন বন্ধ করা হবে সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলে তাকে সরকারের বিরোধীতা বলে না , তাকে বলে দেশের বিরুদ্ধে বিরোধীতা । ঢেকি স্বর্গে গেলেও ধানই ভানে , এই প্রবাদ সত্য করে তুলেছে রাজাকার পুত্র ফকরুলের দল , সেই সাথে পাকিস্তানের দাসত্ব করা প্রজন্ম । যাদের পূর্ব পুরুষেরা এই দেশের বিরোধিতা করেছে, আজও তাদের সন্তানেরা করছে ।
আর তাই - তাদের অনুরোধ করবো - দুনিয়ার দিকে চোখ রেখে বিরোধিতা করুন ।
Daily J.B 24 / সোশ্যাল মিডিয়া
আপনার মতামত লিখুন: