• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ইউরোপও কি শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে?

সোশ্যাল মিডিয়া নিউজ
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ২০ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩৪ পিএম
EnergyCrisi , বিদ্যুসাশ্রয় ,RussiaUkraineWar ,Bangladesh ,BNP ,বিএনপি ,বাংলাদেশ ,শ্রীলংকা ,Electrici

 

  • (১) বাংলাদেশে সাময়িক বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপগুলোর জন্য যারা অপপ্রচার করছে এবং মনে প্রাণে চাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাক, ইউরোপের সমস্যা সমাধানের জন্য তাদেরকে দ্রুত ইউরোপে প্রেরণ করা হোক।
  • (২) বাংলাদেশের সরকার বিরোধী বিশেষ শ্রেণীর বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হোক তারা ইউরোপসহ পুরো বিশ্বের সংকটের সমাধান দিয়ে দিবে।
  • (৩) অথবা, মির্জা ফকরুলসহ বিএনপি নেতাদের দায়িত্ব দেওয়া হোক, সমস্যা থাকবে না।

আমরা কি বিরোধিতা করার জন্য করি নাকি মস্তিষ্ক দেউলিয়া হয়েছে বলেই বিরোধীতা করি ? 
সরকারের বিরোধিতা যে কেউ করতেই পারে, পছন্দ না হলে সে সরকারের সমালোচনা করবে । কিন্তু বিশ্ব যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়- তার বর্তমান অবস্থা, আর সেই মুহুর্তে তারা অর্থাৎ যারা বিদ্যুতের খাম্বা পর্যন্ত চুরি করে খেয়েছে , ধর্ম ব্যাবসা করতে করতে শরীরের চর্বি গলে যায় বলে মসজিদের এয়ার কন্ডিশন কেন বন্ধ করা হবে সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলে তাকে সরকারের বিরোধীতা বলে না , তাকে বলে দেশের বিরুদ্ধে বিরোধীতা । ঢেকি স্বর্গে গেলেও ধানই ভানে , এই প্রবাদ সত্য করে তুলেছে রাজাকার পুত্র ফকরুলের দল , সেই সাথে পাকিস্তানের দাসত্ব করা প্রজন্ম । যাদের পূর্ব পুরুষেরা এই দেশের বিরোধিতা করেছে, আজও তাদের সন্তানেরা করছে । 

আর তাই - তাদের অনুরোধ করবো - দুনিয়ার দিকে চোখ রেখে বিরোধিতা করুন । 

 

 

Daily J.B 24 / সোশ্যাল মিডিয়া

সোসাল মিডিয়া বিভাগের জনপ্রিয় সংবাদ