
মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার আমেজ আসে কোরবানির পশুর হাট ঘিরে। পরিবারের সদস্যরা মিলে হাটে যাওয়া, দরদাম করে পশু কিনে বাড়ি ফেরা, পথে মানুষের জিজ্ঞাসা ‘দাম কত হলো,’ এসব আলাদা মাত্রা যোগ করে ঈদের আমেজে।
‘দেশে অর্থনৈতিক মন্দা যাচ্ছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। অর্থ সংকটের কারণে এর প্রভাব পড়বে এবার কুরবানির ঈদে। গত বছর যারা একাই পশু কুরবানি দিয়েছেন, তাদের অনেকেই এবার প্রতিবেশীদের সঙ্গে শেয়ারের মাধ্যমে কুরবানি দেবেন।’
ঈদুল আজহা এর বাকি আর কিছু দিন তবে রাজধানীতে পশুর হাট কিছু টা আগে থেকে শুরু হয়েছে প্রতি বছরের তুলনায় এবারো উত্তরার ১৮ও ১৬ নম্বর সেক্টরে বসতে যাচ্ছে পশুর হাট | তবে আগের বারের তুলনায় এবার কিছুটা ভিন্ন রকমের মনিটরিং থাকবে হাটে যাতে করে ক্রেতা ও বিক্রেতা কন রকম সমস্যা নাহয় সেদিকে লক্ষ্য রাখবেন ইজারাদাররা ইতিমধ্যেই সাধারণ মানুষরা হাটে আসতে শুরু করেছেন ঘুরে ঘুরে দেখছেন ক্রেতারা |
এবারের পশুর হাটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকবে বেশি। ছিনতাই-চাঁদাবাজি এবং অজ্ঞানপার্টির তৎপরতা রোধে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা ক্যাম্প তৈরি করে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকবে। কুরবানির পশুর হাট থেকে দুই সিটি করপোরেশন ২২ কোটি টাকা আয়ের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে দক্ষিণ সিটি প্রায় ১৫ কোটি টাকা এবং উত্তর সিটি প্রায় ৭ কোটি টাকা আয় করবে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: