• ঢাকা
  • রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

উপহারের ঘরে বসে প্রধানমন্ত্রীর জন্য কাঁথা সেলাই করেছেন রহিমা

গোলাম হাসান আফিন্দী তাপস
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১২ এএম
উপহার, আবাসন, গৃহহীন, প্রধানমন্ত্রী
সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রহিমা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে হয়েছেন সাবলম্বী। সেই ঘরে ফ্রিজ কিনেছেন এবং প্রধানমন্ত্রীকে দেখার জন্য টিভি কিনেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য দুইটি কাঁথা তিনি সেলাই করেছেন।

এখন তিনি তা প্রধানমন্ত্রীকে অবশ্যই নিতে হবে বলে আবদার করেছেন। রহিমা খাতুন বলেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সরাসরি দেইখ্যা কথা বলার মতো ভাগ্য আমার নাই। আমার চারটা মাইয়া নিয়ে ভাড়া বাসায় ছিলাম। অনেক বাসায় থাকার পর প্রধানমন্ত্রীর একটা বাড়ি পাই। বাসা এত সুন্দর, একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র। বিল্ডিংটা দেখলে মনে হয়, ফাইভ ইস্টার হোটেলের মতো। আমি মনে করি, আমার বিল্ডিং ফাইভ ইস্টার হোটেল। আপনার দোয়ায় আমরা ৪০ জন একসঙ্গে ঘর পাইসি। তাদের বাচ্চাদের আমি আরবি পড়াই। আমার মেয়ে বাংলা, অংক, ইংরেজি শেখায়। সব মিলিয়ে আমাদের ১০-১৫ হাজার টাকা আয় হয়। এই আয় থেকে আমি ফ্রিজ কিনেছি, প্রতিদিন যাতে আপনাকে দেখতে পারি সে জন্য একটা টিভি নিয়েছি। এখন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার দেওয়া ঘরে বসে দুইটা কাঁথা সেলাই করসি। অবশ্যই এই কাঁথাগুলো আমার কাছ থেকে নিতে হবে আপনাকে। আমার আর দেওয়ার কিছু নাই।’
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অবশ্যই’ নেবেন বলে সাড়া দেন।

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী বিভাগের জনপ্রিয় সংবাদ