• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

এইতো সেই ১১ই জুন ফিরে আসা মানুষটা

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৫ এএম
কারামুক্তি, শেখ হাসিনা , ১/১১, বাংলাদেশ
জনগণের চাহিদায় ১১ই জুন কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয় ১/১১ সরকার

এইতো সেই মানুষটা, যাকে ধরে নিয়ে কারাগারে দেওয়া হয়েছিলো। আজ সেই মানুষটাই তাদেরকেই সমৃদ্ধি এনে দিয়েছেন।  দিয়েছেন মাথা উঁচু করে বাচার জন্য শক্তি ও সাহস।  


আজ সেই ১১ই জুন। এই ১১তারিখে জেল থেকে বের হয়েছিলো এমন ভঙুর একটা চেহারা নিয়ে। যেখানে ছিলো চাপা কান্না, বুক ভরা আর্তনাদ, অভিমানের একফোটা অশ্রু।  শুধু যেটা ছিলোনা, সেটা হলো জিঘাংসা। প্রতিশোধের আগুন।  যদি সেটা থাকতো তাহলে হয়তো বাংলাদেশকে আজকের অবস্থানে আমরা পেতাম না। 
আজ এই ছবি দেখে তাদেরকি একবারও মনে হয়না যে, কাকে রাজনৈতিক প্রতিহিংসার আগুনে ১/১১ সময় পোড়ানো হয়েছিলো?  জানিনা হয় কিনা।  কিন্তু এই মানুষটাতো বঙ্গবন্ধুর কন্যা, তার নাম শেখ হাসিনা।  যে বঙ্গবন্ধু এই দেশ এনেদিলো, সেই স্বাধীন দেশে দাঁড়িয়ে যারা তারই কলিজার টুকরাকে কষ্ট দিলেন, একবার ভাবলেন না, কি করতে যাচ্ছেন, কি করেছেন আপনারা?  
আমরা জানি ইট মারলে পাটকেল খেতে হয়। কিন্তু শেখ হাসিনাতো ইটের বদলে আপনাদের ফিরিয়ে দিলো মাথা উঁচু করে বাচার মতো দেশ।  

৭১ এ পাওয়া সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটা দেশ, এরপরে জাতিয় বেঈমানী, এরপরে দুর্ভিক্ষ, এরপরে ৭৫। 


তারপর?  
তারপর একের পর এক সেনা বিদ্রোহ, স্বাধীনতাকামি সেনাসদস্যদের হত্যার মিশন, তারপর লুটেপুটে খাওয়া, বঙ্গবন্ধুকে মুছে ফেলার আপ্রান চেষ্টা, বংবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন, #শেখ_হাসিনাকে, #শেখ_রেহানাকে দেশে প্রবেশ করতে না দেবার চক্রান্ত, মানুষের চাপে শেখ হাসিনার দেশে ফিরে আসা। শুরু হলো আবার সেই পথ চলা।  সেই পথ চলায় প্রতি ক্ষনে মৃত্যুর হাতছানি। অবশেষে জেলের অন্ধকার কুঠরীও বাদ গেলনা। 


আজ সেই ১১ই জুন।

সেই মানুষের চাপে পড়ে আবার সামনে এসে দাড়ালেন সেই মহীয়সী নারী। চেহারায় আর্তনাদ, বুকের মধ্যে আন্দোলিত বেদনা, আর মাড়ি কামড়ানো প্রতিজ্ঞা। হ্যা অবশেষে জয় হয়েছে সেই প্রতিজ্ঞার। ইটের বদলে তিনি তার প্রজ্ঞা আর দৃঢ় সংকল্প দিয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে নিয়ে এলেন নতুন সেনসেশনে, নতুন পাওয়ারে, নতুন সমৃদ্ধিতে।  


এখনও সেই বিরোধীতা হয়, এখনো সেই প্রান সংশয় থেকেই যায়, এখনো তাকে প্রতিপদে অপমানিত হতে হয়। তবুও তিনি কাজ করে যান সাধারণ মানুষের জন্য, দেশের জন্য। তার চাওয়া পাওয়ার কিছুই নেই। কারণ তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার। 
স্বার্থপরের মতো বলছি - শেখ হাসিনা আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের জন্য না হলেও এই দেশের জন্য, আমাদের জন্য।  তবেই আমার সন্তান বেচে থাকবে সমৃদ্ধশালী বাংলাদেশে।  অন্যথায় পথ হারাবে বাংলাদেশ।  

 

 

  • মোঃ তৈমুর মল্লিক 
  • কলামিস্ট 
  • প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক 
  • দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী বিভাগের জনপ্রিয় সংবাদ