
দেশের মধ্যে দেশবিরোধী যে কোন কার্যক্রম ২/১ কার্যকর হলেই একটা শ্রেনি সোশ্যাল মিডিয়া থেকে হাওয়া হয়ে যায় । যাদের ঘটনার আগেও আপনার সাথে তর্কে যোগ দিয়েছে বা আপনার পোষ্টে উড়ে এসে ঝড়ের বেগে উস্কানীমূলক, খোচামারা, গালাগাল ইত্যাদি কমেন্টস করেছে তাদের আর এখন পাবেন না ।
আপনি প্রতিবাদ করছেন, দুঃখ প্রকাশ করছেন কিন্তু তাতেও সেই সব এক্টিভিটিসদের উপস্থিতি পাবেন না । #রুহানি_সন্তান, #রুহানীলীগ, রগ_কাটা গ্রুপ, ধর্ম ব্যাবসায়ী, বিএনপিতো আগেই ভেগেছে, বিক্যাশ নুরু নিজেই বিক্যাশ নেই বলে চিন্তায় আছে । অথচ দুনিয়ার সব ছাত্র নাকি তার দলে - এদের কাউকে তেমন পাবেন না ।
হটাত করেই সোশ্যাল মিডিয়াতে ধর্ম প্রচার থেমে যাবে । বেহেস্তের টিকিট বিক্রেতারা আর এখন টিকিট নিয়ে আসবে না । আবার তারা সবাই যে, আক্রান্ত স্থানে ছুটে গেছে মানবিক কারণে সেটাও নয় ।
লক্ষ্য করে দেখুন - সীতাকুন্ডুতে যখন আগুণ জ্বলছে - তখন মাথায় টুপি নেই, মুখে দাঁড়ি নেই-তারাই প্লেকার্ড হাতে নিয়ে বলছে - ঔষধের দোকান ফ্রি করে দিলাম। ধর্ম ব্যাবসায়ীদের ছুঁড়ে দেয়া নাস্তিক ফতোয়া যাদের উপর গিয়ে পড়েছে, যে লীগ নামক মানুষগুলোর উপর পড়েছে তারাই রাতের আঁধারে এ্যাম্বুলেন্স নিয়ে, রক্ত নিয়ে, খাবার নিয়ে, আহতদের নিয়ে , পকেটে থাকা পরের দিনের বাজারের টাকাটা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ।
মাদ্রাসার দান বাক্স টাকায় ভরা - অথচ সেই সীতাকুন্ডুতে নেই মাদ্রাসার কর্ণধারেরা, নেই বিএনপির দল করে তারা, নেই রগ কাটা গ্রুপ । চট্টগ্রামে মাদ্রাসা কতগুলো তার কোন ইয়াত্বা নেই । অথচ তাদের কোন দেখা নেই ।
এই জন্যই বলি - যে হাত ভিক্ষা করতে শিখেছে , সেই হাত কাউকে কিছুই দিতে শেখেনি । এখানেই পার্থক্য ।
আর ঠিক এই কারনেই বাংলাদেশ স্বাধীন হয়েছে । মার খেয়ে চ্যাপটা হয়েছে ধর্ম বিক্রি করে খাওয়া পাবলিক ।
যাইহোক - আবার তারা আসবে, আপনাদের সাথে তর্ক করতে আসবে, আপনাকে গালাগাল করতে আসবে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে আসবে ।
আসুক, আমরা প্রস্তুত ।
মোঃ তৈমুর মল্লিক
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: