
সাভারের বিরুলিয়া ইউনিয়নের পশ্চিম শ্যামপুর কুমারখুদা লিজ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন প্রজেক্ট ও আবাসনে মশক নিধন কার্যক্রম পরিচালনা করার জন্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আনসারী, কমরেড এ এইচ তুফান ও নুর হোসেন মল্লিক, ধ্রুব নয়ন সহ অনেকেই দিনরাত কাজ করছে ।
সুস্থ পরিবেশ, জঞ্জালমুক্ত সমাজ গড়ে তুলে সকলে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবাসনের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে আবাসনের প্রতিটি সদস্য । আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনার অঙ্গিকার সোনার বাংলাদেশ গড়ার । সেই লক্ষ্যে আবাসনের প্রতিটি সদস্য দূর থেকে হলেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বদ্ধপরিকর ।
ফুলের মধ্যেও কাটা থাকে, বিষক্রিয়া থাকে, সেসবই সকল স্থানে আছে সেটাও বলার অপেক্ষা রাখে না । কিন্তু ফুলে কাটা আছে বলে , বিষক্রিয়া আছে বলে ফুলকে কেউ ভালোবাসেনা, বা বাসবে না এমনতো নয় । অনেকের মধ্যে কেউ কেউ আবাসনের সকল সুস্থ কর্মধারা ব্যাহত করতে, অর্থের লোভে নিজেকে বিকিয়ে দিতে, ডেকে নেয় দুরারোগ্য ব্যাধিকে । তারপরেও ওরা (কেউকেউ ব্যাতিত) কাজ করে, ওরা আবাসনকে সুন্দর, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, কদার্যতাকে বাইরে ছুঁড়ে ফেলে দিন রাত কাজ করে নিজেদের শান্তির জন্য । সমাজের শান্তির জন্য, দেশের শান্তির জন্য ।
রাজনৈতিক ঢেউ আবাসনে আছড়ে পড়েনি তা নয় । বাংলাদেশ আওয়ামীলীগ এর বিরোধিতা কারিদের দৌড়ঝাঁপ অবাক করলেও ওরা (কেউকেউ ব্যাতিত) শান্তিপূর্ণ সহ অবস্থানকে বিঘ্নিত হতে দেয় না । সার্বক্ষনিক ভাবে প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবস্থান করে সকলে ।
ঠিক এই কারণে - সাভারের বিরুলিয়া ইউনিয়নের পশ্চিম শ্যামপুর কুমারখুদা লিজ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন প্রজেক্ট ও আবাসন আদর্শ একটি আবাসন বলা যেতেই পারে ।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: