• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

এবার পেয়াজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুতে উলটে গেলো

নিজস্ব সংবাদ দাতা
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:২৯ পিএম
পদ্মা সেতু , দুর্ঘটনা , ঢাকা , বাংলাদেশ
ফাইল ছবি

ঢাকা অভিমুখে আসা একটি পেয়াজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলেটে গিয়েছে পদ্মা সেতুতে । 
আজ (২৭ জুন) পদ্মা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে । 

জনসাধারনের সাক্ষ্য মতে - ট্রাকটি অতি দ্রুত গতিতে পদ্মা ব্রিজে প্রবেশ করে এবং এলোপাতাড়ি ভাবে চলতে থাকে । কিছুক্ষনের মধ্যেই ট্রাকটি সেতুতে উলটে যায় । 
তারা আরও আজানায় - সেনাবাহিনীর সাথে তারাও এসে উদ্ধার কাছে সহায়তা করে। 

ট্রাকে থাকা ৪ জনের মধ্যে ৩ জন আঘাতগ্রস্থ হয়, তারমধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।  

বর্তমানে ট্রাকটি সরিয়ে নেবার  চেষ্টা চলছে । 

গতকাল পদ্মা সেতুতে প্রথম দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল । অতিরিক্ত গতিতে চলার জন্য মটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে এবং আরোহী ২ জন মারা যায় । 

আজ সকাল ৬ টা থেকে সরকারের কঠোর পদক্ষেপের কারণে পদ্মা সেতুতে শৃঙ্খলা ফিরে এসেছে । 

বিস্তারিত আসছে ------ 

 

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ