• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

এবার মামলা হলো আমদানিকারক ৮ ভোজ্যতেল কোম্পানির বিরুদ্ধে

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫১ পিএম
ভোজ্য তেল , মামলা, আইন ও আদালত, বাংলাদেশ
সংগৃহীত

এবার আমদানিকারক  আট ভোজ্যতেল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সংস্থাটির সেবা প্রদান সীমিতকরণ ও নিয়ন্ত্রনের অভিযোগ এনে মামলা দায়ের করেছে  । 

কোম্পানিগুলো হলো- সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর), বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (রূপচাঁদা),বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল (বসুন্ধরা), মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড (ফ্রেশ),শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পুষ্টি), এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম), গ্লোব এডিবল অয়েল লিমিটেড (রয়্যাল শেফ) ও প্রাইম এডিবল অয়েল লিমিটেড (প্রাইম)।

স্বপ্রণোদিত হয়ে প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করার স্বার্থে গত বুধবার প্রতিষ্ঠানটি কোম্পানিগুলোর বিরুদ্ধে  এ মামলা করেছে। এবং মামলার শুনানিতে অংশ নিতে নোটিশ পাঠানো হয়েছে।

গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম। 
তিনি বলেন, শুধু ভোজ্যতেল নয়, অন্য যেকোনো পণ্যের ক্ষেত্রেও যদি সিন্ডিকেটের অভিযোগ পাওয়া যায়, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কমিশন সূত্র জানায়, আইনে স্বপ্রণোদিত হয়ে মামলা করার এখতিয়ার আছে প্রতিষ্ঠানটির। প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেসব অসামঞ্জস্য পাওয়া গেছে, সেগুলোর বিষয়ে আগামী ১৮ ও ১৯ মে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ