• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

এবার সকল ব্যাংকারদের বিদেশ যাত্রা নিষিদ্ধ হলো

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৪ পিএম
বাংলাদেশ ব্যাংক, বিদেশ যাত্রা, আর্থিক সমন্বয়
সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশযাত্রা বন্ধ করল । এর পূর্বে বাংলাদেশ ব্যাংক নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলো । জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে এর আগে সরকারি কয়েকটি বিভাগে একই নির্দেশনা দেয়া হয়েছে। এই ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিদেশ সফরের  কোনো বাধা থাকবে না।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ডলার খরচ করে সবধরনের প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় এখন থেকে অংশগ্রহণ করা যাবে না।

২২ মে ২০২২ রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সকল ব্যাংকগুলোকে বলা হয়েছে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা খাতে বৈদেশিক মুদ্রা ছাড় না করার। আর্থিক প্রতিষ্ঠানসহ এ নিষেধাজ্ঞা ব্যাংক গুলোকে পালন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা খরচ করে দেশে বা বিদেশে গিয়ে প্রশিক্ষণ-সেমিনার ও কর্মশালা জাতীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফর করতে নিষেধ করেছে। পরে বাংলাদেশ ব্যাংক তাদের নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করে দেয়।

প্রচলিত নিয়মে, সরকারি, স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংকিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সদস্য, বাংলাদেশে নিবন্ধিত ও কর্মরত কোম্পানি, ফার্ম, ইনস্টিটিউট, এনজিও কর্মকর্তাদের পক্ষে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন/অংশগ্রহণ ফি বাবদ ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ছাড় করতে বাধা ছিল না।

নতুন নির্দেশনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুবিধা বন্ধ করা হয়েছে।

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ