
বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এ বছর হজের খুতবা দেবার দায়িত্ব তুলে দিয়েছেন শেখ মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসার নিকট ।
স্থানীয় সময় শুক্রবার (৯ জিলহজ) হজের খুতবা দেবেন তিনি।
ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা বিশ্বের শীর্ষস্থানীয় বক্তা হিসেবে ব্যাপকভাবে সমাদৃত । সত্যিকারের বার্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে , ইসলামের মূল বানী মানুষের নিকট পৌঁছে দিতে , সামাজিক বোঝাপড়া বিষয়ে ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা বিশ্বব্যাপী পরিচিত একজন ব্যাক্তিত্ব ।
তিনি বিশ্বব্যাপী মুসলমানদের প্রতিনিধিত্বকারী মক্কাভিত্তিক অলাভজনক সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব । এ ছাড়া তিনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্টিলেকচুয়াল ওয়েলফেয়ার সেন্টারের প্রধান, যা চরমপন্থী এবং সন্ত্রাসবাদী মতাদর্শের বিরুদ্ধে লড়াই করে।
আন্তঃধর্মীয় সংলাপ, মধ্যপন্থা প্রচারে এবং চরমপন্থা ও বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে লড়াইকারী নেতা হিসেবে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ড. আল-ইসা।
২০১৬ সালের আগস্টে ড. আল-ইসা মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব নিযুক্ত হন। তিনি সৌদি আরবের সিনিয়র স্কলারস অর্গানাইজেশনে যোগ দেন এবং মুসলিম বুদ্ধিজীবীদের আন্তর্জাতিক সংস্থাটির চেয়ারম্যান হন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলামি ঐক্যে ও বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মোহাম্মদ আল-ইসাকে সম্মাননা প্রদান করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সালেহ।
এবার বাংলাসহ মোট ১৪টি ভাষায় হজের আরবি খুতবা শোনা যাবে। হজের খুতবা বাংলায় ভাষান্তর করবেন মোহাম্মদ শোয়াইব রশিদ ও তার সহকারী খলিলুর রহমান।
হজের খুতবা বাংলায় শুনতে ভিজিট লিংকঃ https://manaratalharamain.gov.sa
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন.কম
Daily J.B 24 / আন্তর্জাতিক
আপনার মতামত লিখুন: