• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

এসএসএসি পরিক্ষায় কেন্দ্র সচিবের খামখেয়ালি- শিক্ষার্থীরা অসহায়

নিজস্ব প্রতিবেদক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৫৭ পিএম
এসএসএসি পরিক্ষা,   কেন্দ্র সচিব, শিক্ষার্থীরা অসহায়, দিনাজপুর শিক্ষা বোর্ড

 

দিনাজপুর শিক্ষা বোর্ডের  ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী -সি, কেন্দ্র কোড - ৬৬৩।  ২০২২ সালে ৮৩ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করে তার মধ্যে মোট ১৫ জন শিক্ষার্থীর মূল্যায়ন জিপিএ-৫ ।

 

শারিরীক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান এবং খেলাধুলা( বিষয়ক কোড ১৪৭)বিষয়ের ধারাবাহিক মূল্যায়নের নম্বর বলদিয়া বহুমুখী বিদ্যালয় কর্তৃক কেন্দ্রে প্রেরিত হয়। কিন্তু কেন্দ্র অনলাইনে নম্বর বোর্ডে ক্ষেত্রে বিদ্যালয়ের প্রেরণকৃত নম্বরের সাথে সংগতি না রেখে কেন্দ্র সচিব তার ইচ্ছা মতো ১০০ নম্বরের পরিবর্তে শুধু মাত্র ৫০ নম্বর দিয়ে বোর্ডে প্রেরণ করে । অভিভাবকগণ এই বিষয়ে শিক্ষকের নিজের ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে মনে করেন । চরম এই খামখেয়ালীপনায় ৮৫জন শিক্ষার্থীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে বলে তারা মনে করেন ।

 

উক্ত খামখেয়ালীপনায় পরিক্ষার্থীর ফলাফলে মোট নম্বর অনেক কমে যায়। যার ফলে পরিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মেধা বৃত্তি, সাধারণ বৃত্তি এবং অন্যান্য বৃত্তির ও সুবিধা চরম ভাবে আঘাতগ্রস্থ হয় ।  যার ফলে সুবিধা বঞ্চিত হয়ে শিক্ষার্থীদের মনে চরম হতাশা বিরাজ করছে !

 

মোট নম্বর কম হওয়ার কারণে  ভর্তি যুদ্ধেও কাঙ্খিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিতে ব্যর্থ হয়েছে। 


এই প্রসঙ্গে বলদিয়া বহুমুখী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উক্ত কেন্দ্রের সচিবকে বারবার তাগিদ দিলেও সে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে  মিথ্যা আশ্বাস দিয়েছে বলে ৮৩ জন শিক্ষার্থীর অভিভাবকগণ দাবি করেন। 
বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 
মোঃ আলউদ্দিন ঘটনার বিবরণ লিখে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার বরাবর আবদেন করেন এবং তার অনুলিপি দিয়ে  নিম্নলিখিত দপ্তরে প্রেরণ করেন।    যার স্বারক নং ব,ব,উ/২০২৩(২) তারিখ - ০২/০১/২০২৩

১। মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা 
২।উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল। 
৩। চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর। 
৪। উপজেলা নির্বাহী কর্মকর্তা - ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। 
৫। মাধ্যমিক শিক্ষা অফিসার, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম।

 

বিষয়টি নিয়ে অভিভাবকগণ বাংলাদেশ সরকারের সদয় দৃষ্টি কামনা করেছেন । 

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ