
ওরা হাসলে আপনার নির্ভরতার স্থান স্থিতিশীলতা পায় । অথচ ওরা কাঁদে - আপনি কাঁদান বলে । কথাটা এমনিতেই সামনে আসে না । আপনি যখন গর্ব করে বলেন গত দুই মাসে রেকর্ড পরিমান বৈদেশিক রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছে - তখন বিশ্বের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের আশার আলো আরো বেশি উজ্জ্বল হয় ।
তাহলে তাদের অন্তর্জ্বালা, তাদের কষ্ট, তাদের সুবিধা বঞ্চিত পরিবেশ, তাদের প্রতি দুর্ব্যবহার কেন ? চাইলেই তাদের সম্মানিত করা যায়, চাইলেই তাদের একটু সুবিধা দেয়া সম্ভব, চাইলেই তাদের এয়ারপোর্ট জটিলতা, পাসপোর্ট জটিলতা, ভিসা জটিলতা দূর করা সম্ভব । চাইলেই তাদেরকে আগ্রহী করা যায় , চাইলেই তাদের এই মহৎ কাজে প্রতিযোগী করে তোলা যায় ।
Enamul Hoque Enamul ভাই তার বক্তব্যে বলছেন -
মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলছেন, আমরা ডলার ছাপাতে পারিনা, আমাদের উপার্জন করতে হয়। প্রবাসীদের রক্ত পানি করা কঠিন শ্রমে আমরা ডলার উপার্জন করি, তারাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। রেমিট্যান্স একটু কমে গেলে আমরা সংকটে পরে যাই, তীর্থের কাকের মতো তাকিয়ে থাকি তাঁদের দিকে যেন আরো বেশি বেশি রেমিট্যান্স পাঠায়, অথচ সেই লাখো লাাখো কর্মজীবী ভাই-বোনদের জন্য আমাদের রাষ্ট্রযন্ত্র ও সিস্টেম কি কি দিয়েছি??
প্রবাসী কর্মজীবীদের সর্বোচ্চ সম্মান ও অগ্রাধিকার দিয়ে আন্তরিক সেবা ও ভালো ব্যবহার নিশ্চিত হলে আর অহেতুক হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে পারলে, ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ সহজতর ও নির্ভেজাল হলে রেমিট্যান্স দ্বিগুণ করা সম্ভব!
বাংলাদেশের আপামর জনগণের একটাই দাবী সকল প্রবাসী বাংলাদেশি ভাইবোনের জন্য ওয়ান স্টপ সার্ভিস তথা প্রবাসী বান্ধব সিস্টেম চাই।
সরকার ভেবে দেখবেন আশাকরি ।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: