
কক্সবাজারে মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক ও টেকনাফের একটি বাড়ি থেকে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইটংপাড়া এলাকায় আমিন শরীফের বাড়িতে অভিযান চালানো হয় বলে টেকনাফ থানার ওসি মোঃ আব্দুল হালিম নিশ্চিত করেছেন।
"মায়ানমার থেকে মোট আট হাজার টাকায় ১৮ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাচার করা হয়েছে। তারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছিল।"
ওসি বলেন, "তবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়েছি এবং পাঁচজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে শীঘ্রই অভিযুক্ত করে আদালতে পাঠানো হবে।"
গ্রেফতারকৃতরা হলেন- দ্বীন ইসলাম (২৫), মোঃ ইউনুস (২৬), মোঃ জাহিদ (৩০), মোঃ জামাল (৩৮) ও আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে পাঁচজন নারী, ছয়জন পুরুষ ও সাত শিশু, যারা নাফ নদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল। তারা সবাই মিয়ানমারের রাখাইনের মংডুর বাসিন্দা।
ওসি আরও বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আমরা মামলা করব। তাদের আদালতে পাঠানো হবে।
Daily J.B 24 / নিজস্ব প্রতিনিধি
আপনার মতামত লিখুন: