
দুই জাপানি নাগরিক রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার বধ্যভূমিতে ঘুরতে গিয়ে ছিনতাই শিকার হন । এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
২৮ এপ্রিল আজ শুক্রবার বিকেল ৫ টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।
তিনি বলেন, দুই জাপানি পর্যটক গত ২৪ এপ্রিল শুক্রাবাদ এলাকার নন্দিনী হোটেলে ওঠেন । এই দিন রাত ৮ টার দিকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ও সংলগ্ন কবরস্থান ঘুরতে যান । রাত নয়টার দিকে কবরস্থান তেকে বের হতে চাইলে অজ্ঞাতপরিচয় তিন যুবক দেশীয় অস্ত্র ধরে তাদের কাছ থেকে ১ লক্ষ ৫৩ হাজার ৮শত জাপানি ইয়েন , বাংলাদেশি টাকায় ২৮ হাজার টাকা, হেলথ কার্ড, একটি পোর্টেবল হটস্পট, একটি ব্লুটুথ , ড্রাইভিং লাইসেন্স, দুইটি আইফোন, দুইটি ক্রেডিট কার্ড ছিনিয়ে নিয়ে যায় ।এই বিষয়টি হোটেল ম্যানেজারকে জানালে মোহাম্মদপুর থানা পুলিশপুলিশকে বিষয় টি অবগত করে ।
তিনি আরো বলেন, হোটেল ম্যানেজার বাদী হয়ে ২৫ এপ্রিল মোহাম্মদপুর থানায় মামলা করেন ( মামলা নং ১০৮) । মোহাম্মদপুর থানা পুলিশ এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে । আশেপাশে বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তি মাধ্যমে জড়িতো চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয় । পরে মোহাম্মদপুর এলাকার ঘটনার সঙ্গে জড়িত মো খাইরুল ইসলাম স্বপ্ন নামেনামে একজনকে গ্রেফতার করা হয় । তার দেওয়া তথ্য মতে রায়েরবাজার শুঁটকি আড়তের পেছনে কবরস্থানের দেয়াল সংলগ্ন মাঠ থেকে ছিনতাই হওয়া জাপানি নাগরিকের পরিচয়পত্র, হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, দুইটি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয় । আরো দুই আসামি জিহাদুল ইসলাম মামুন ও মো আবু রাসেল প্রত্যয় ছিনতাই করা টাকা দিয়ে কক্সবাজার ঘুরতে যায় । তারপর তারা সেখান থেকে সীতাকুণ্ড ঘুরতে যায় ।
আমরা বিষয়টি জানতে পেরে সেখানে একটি টিম পাঠাই । সীতাকুণ্ড থেকে জিহাদুল ইসলাম মামুন ও আবু রাসেল প্রত্যয় কে প্রাপ্তার করা হয় । তাদের কাছ তেকে একটি আইফোন, ৩০ হাজার জাপানি ইয়েন , একটি ব্লুটুথ, একটি পোর্টেবল হটস্পট উদ্ধার করা হয় ।
দুইটি আইফোন এর মধ্যে একটি উদ্ধার করেছে পুলিশ আরো একটি এখন ও উদ্ধার করা যায়নি । সেটি উদ্ধারের চেষ্টা চলছে ১ লক্ষ ৫৩ হাজার ৮ শত জাপানি ইয়েনের মধ্যে ৩০ হাজার উদ্ধার হয়েছে বাকি টাকা খরচ করে ফেলেছে । গ্রেফতার তিন জনের মধ্যে এক জনের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: