• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কটূক্তি করা থেকে বিরত থাকা উচিত। প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুল

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৫৩ এএম
মির্জা ফকরুল, রাজনীতি , প্রধানমন্ত্রী , শেখ হাসিনা , বাংলাদেশ
ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি থেকে বিরত থাকতে বললেন । 

শুক্রবার (২৪ জুন) বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, তিনি (প্রধানমন্ত্রী) একজন প্রধানমন্ত্রী, তিনি যদি এই ভাষায় কথা বলতে থাকেন, তা দুর্ভাগ্যজনক। তিনি সকলের প্রধানমন্ত্রী হতে পারেননি।

মির্জা ফকরুল আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত নন, বারবার এর উত্তর দিতে ভালো লাগে না। তিনি (প্রধানমন্ত্রী) রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত ভাষা ব্যবহার করেন। আমার মনে হয়, তিনি নিজে এই সমস্ত কথা না বলে তার যে চাটুকার দল আছে, তাদের দিয়ে বলালেই তো পারেন। এটা আমার কাছে নোংরা ব্যাপার মনে হয়।

‌‘তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশে গেছেন’ এই প্রসঙ্গে বলেন, অনেকেই তো মুচলেকা দিয়ে বিদেশে গেছেন। রাজনৈতিক শিষ্টাচার এবং মূল্যবোধের যেটুকু অবশিষ্ট আছে, বিএনপি তা মেনে চলতে চায়। আমরা এ রকম অপমানজনক নোংরা কথা বলতে চাই না। 

মির্জা ফকরুল প্রধানমন্ত্রীকে এই কথা বলার আগে অবশ্যই বিবেচনায় নেয়া উচিৎ ছিলো তার রাজনৈতিক জিবনে করা মিথ্যাচার , গুজব ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন প্রসঙ্গ । বঙ্গবন্ধু হত্যা বিষয়ে বারবার অস্বীকার করে তিনি কি তবে তার বাবাকেই অনুসরণ করছেন ?   

 

জেবি/রাজনীতি 

 

 

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ