
অভিযোগ ১: এত বড় অগ্নিকাণ্ডের পরও প্রশাসনের কোন ব্যবস্থা নেই কেন?
উত্তর: কোন প্রশাসন ভাই? যে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে, মারা যাচ্ছে তারা প্রশাসন, যে পুলিশ RAB উদ্ধার অভিযান চালাচ্ছে, আহত হচ্ছে তারাও প্রশাসন, যে চিকিৎসক চমেক হাসপাতালে চিকিৎসা দিচ্ছে সেও প্রশাসনের অংশ। তাহলে কোন প্রশাসন বসে আছে?
অভিযোগ ২: এখনও তদন্ত কেন হচ্ছে না, আগুনের কারণ কেন জানানো হচ্ছে না? এত গোপনীয়তা কেন?
উত্তর: আগুন এখনও নিভে নাই, রাসায়নিক অপসারণ হয় নাই। আগুন না নিভলে তদন্ত দল সেখানে যাবে কিভাবে আর তদন্ত কিভাবে হবে? তারা কি সুপারম্যান?
অভিযোগ ৩: আবাসিক এলাকায় কেন রাসায়নিক গুদাম? কে সরকার আগে ব্যবস্থা নেয় না?
উত্তর: এটা রাসায়নিক গুদাম না, এটা কন্টেইনার রাখার জায়গা। কন্টেইনারে রাসায়নিক আমদানি কোন অস্বাভাবিক বিষয় না। আর এসব করার জন্য ফাঁকা জায়গা কোথায়? এতটুকু দেশ, মানুষ আর মানুষ। হয় আবাসিক, নয়তো কৃষি জমি। এর বাইরে যদিও সরকার কোন ফাঁকা জায়গা নিতে চায়, মানুষ দেবে না। উপযুক্ত দাম দিলেও তারা বাবার দাদার ইমোশন দেখায়ে জমি দেবে না। তারপর পরিবেশবাদীরা তো আছেই সবখানে নাক গলাতে। তাহলে কোথায় করবে? সমুদ্রে?
অভিযোগ ৪: কেন মালিকপক্ষ এখনও আসলো না, কেন এরেস্ট করা হলো না? তারা লীগ করে।
উত্তর: এত বড় দুর্ঘটনা হলে আমি আপনিও আগে পালাতাম, এটাই সত্যি। এই মুহূর্তে পুরো মনোযোগ আগুন নেভানো, উদ্ধারের উপর। তারপরও, তাদের খুঁজছে না এই কথা কে বললো? তারা লীগ হলে আগে এরেস্ট হবে এটা শিউর থাকেন।
অভিযোগ ৫: কেন আগুনের ঘটনা নিয়েও আওয়ামী লীগ ছাত্রলীগ নিজেদের প্রচার করছে? এটা কি নাম প্রচারের সময়? মানুষ হিসেবে করা যায় না?
উত্তর: আওয়ামী লীগ ছাত্রলীগের কারো দ্বারা অন্যায় হলে সেটা তো আপনারাই প্রচার করেন। ভালো কাজের সময় মনে করেন এটাই তো স্বাভাবিক, প্রচারের কি! যেহেতু আপনারা খালি মন্দটাই প্রচার করবেন, ভালোটা তো নিজেদেরই প্রচার করতে হবে, তাই না?
অভিযোগ ৬: ফায়ার সার্ভিসের দক্ষতা বাড়াতে কি করা হচ্ছে? কেন আগুন লাগলেই নাগালের বাইরে যায়? কেন চিকিৎসা দিতে এত সময় লাগে? ডাক্তার ওষুধ কেন শেষ হয়ে যায়? সুস্থভাবে বাঁচার অধিকার কি আমাদের নাই?
উত্তর: জ্বী না, নাই। যেভাবেই নেন, উত্তর এটাই। এত ছোট দেশে এত কোটি মানুষ থাকলে যে কোন পরিস্থিতি হাতের নাগালের বাইরে যেতেই থাকবে। এটাকে কন্ট্রোলের কোন সুইচ নাই। বিদেশের উদাহরণ দিয়ে লাভ নাই, তাদের এত জনসংখ্যা নাই। যদি নিজেদের সন্তানদের ভবিষ্যৎ ভালো চান, একটু কম বাচ্চা পয়দা করেন। যদি উপর আল্লাহর ভরসায় পয়দা করতে থাকেন, তো এইসবের দায়ও উনাকে দিন।
জ্বী ধন্যবাদ।
আবার আসবেন.....
Shakeeb Hassan
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: