• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কত বড় দেশদ্রোহী হলে এমনটি হয়

Adv Shafiul Azam
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩৭ এএম
bnp, Awami League, tarek ahman, khaleda zia , politics, terrorist , Traitor

 

চলুন ফিরে দেখা যাক--
কত বড় দেশদ্রোহী হলে এমনটি হয়। ২০০৫ সালের ৮ মের ঘটনা। বিএনপি-জামাত জোট  ক্ষমতায়। জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যস্ততা ব্যাপক। মিডিয়ার সব ক্যামেরা তখন তার দিকে।মাহমুদুর রহমান ঘোষণা দিলেন, টাটা বাংলাদেশে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এটা হবে, বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ।

 

টাটা এখানে সার কারখানা করবে, ইস্পাত কারখানা করবে। বাংলাদেশ নির্ধারিত মূল্যে ২৫ বছরের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করবে। টাটা প্রতিনিধি দলের সঙ্গে উচ্ছ্বসিত জ্বালানি উপদেষ্টা। টাটার প্রতিনিধিরাও উচ্ছ্বসিত। প্রাথমিক এই প্রস্তাব নিয়ে আলোচনা চলল। গ্যাসের মূল্য নিয়ে চলল দরকষাকষি। টাটা বিকল্প প্রস্তাব দিল। ৩ দশমিক ১০ মার্কিন ডলার প্রতি ঘনফুট গ্যাসের দাম নির্ধারিত হলো সার কারখানা প্রকল্পের জন্য। আর ২ দশমিক ৬০ ডলার স্টিল কারখানার জন্য। সংশোধিত প্রস্তাবে টাটা বাংলাদেশ সরকারকে ১০ শতাংশ মালিকানা দেবারও প্রস্তাব করল। আলোচনা চূড়ান্ত ধাপে পৌঁছাল।

 

জ্বালানি উপদেষ্টা ঘোষণা করলেন অক্টোবরের মধ্যে তারা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবেন।
এরই মধ্যে জানা গেল, তারেক রহমান টাটার উচ্চ পদস্থ প্রতিনিধিদের সঙ্গে একান্তে বৈঠক করতে চান। এমন ঘটনায় টাটা খুশিই হলো। তারেকের ইচ্ছা বৈঠক করবেন ভারতে। টাটার তখন সর্বোচ্চ কর্তা রতন টাটা। রতন টাটা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালেন তারেক রহমানকে। তারেক রহমান আমন্ত্রণ পত্র ছুড়ে দিলেন। তিনি জানালেন তিনি একা যাবেন না, তার সঙ্গে যাবেন গিয়াসউদ্দিন আল মামুন এবং সিলভার সেলিম। টাটার মধ্যস্থতাকারীদের চোখ চড়কগাছ। এরা কারা? ঢাকায় ভারতীয় দুতাবাসের দ্বারস্থ হলেন টাটা। ভারতীয় দূতাবাস জানাল, এরা তারেকের ব্যবসায়িক পার্টনার।

 


উপায় না পেয়ে টাটা তিনজনকেই নিমন্ত্রণ পাঠালেন। তিনজন গেলেন। টাটার সদর দপ্তরে। রতন টাটা তাদের অভ্যর্থনা জানালেন। টাটার সর্বশেষ প্রস্তাবের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হলো। কথাবার্তা চলল কিছুক্ষণ। তারেক একপর্যায়ে জানালেন, তিনি একান্তে রতন টাটার সঙ্গে কথা বলতে চান। একান্তে কথা বলার সময় তারেকের পাশ থেকে গিয়াসউদ্দিন আল মামুন সরাসরি প্রশ্ন করলেন আমাদের কমিশন কত? রতন টাটা প্রথমে বুঝতে পারলেন না। তাঁকে এবার আরও স্পষ্ট করা হলো। রতন টাটা মনে করলেন তরুণরা বোধহয় তার সঙ্গে রসিকতা করছে। কিন্তু কিছুক্ষণ পর তার ভুল ভাঙল।

 


রতন টাটা বললেন, এ ধরনের কমিশন দেওয়ার কোনো সিস্টেম টাটার নেই। টাটার বিস্তৃতি বিশ্বব্যাপী। সর্বত্রই টাটা তার সুনাম নিয়ে কাজ করে। ঘুষ বা কমিশন টাটার রীতিবিরুদ্ধ।তারেক বললেন, বাংলাদেশ সরকারকে ১০ শতাংশ মালিকানা দেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে? রতন টাটা জানালেন এটি ইকুইটি পারটিসিপেশন। বিদেশি বিনিয়োগের জন্য এটা অপরিহার্য শর্ত। তারেক দাবি করলেন ওই ১০ শতাংশ গিয়াসউদ্দিন মামুনের ওয়ান লিমিটেডের নামে দিতে হবে।
রতন টাটা ঝানু ব্যবসায়ী, বুঝলেন এরা বাংলাদেশের ক্যানসার। বুঝতে চাইলেন এদের দুর্নীতির গভীরতা কতটুকু। চেয়ার থেকে উঠে কফি নিলেন। কফিতে চুমুক দিয়েই অন্য খেলায় মেতে উঠলেন রতন টাটা। জানতে চাইলেন, তোমাদের ডিমান্ড কী, অ্যাট এ গো আপনারা কত চান? মামুন বললেন ২০০ কোটি এখন আর নির্বাচনের সময় ১০০ কোটি । রতন টাটা জানতে চাইলেন কীভাবে নেবে? মামুন জানাল, আমাদের বিদেশে অ্যাকাউন্ট আছে, সেখানে। রতন টাটার মাথায় তখন খুন চেপেছে, তিনি জানতে চাইলেন কোন দেশে? মামুন বললেন ‘ দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া’। রতন টাটা সবগুলো ব্যাংক ডিটেইলস চাইলেন। মামুন, তার ব্রিফকেস থেকে কাগজ বের করলেন। রতন টাটা কাগজটা নিয়ে জানালেন, সি ইউ সুন’। বৈঠক থেকে বেরিয়ে যাবার সময় তারেক বলল প্রথম টুকু ক্লিয়ার হবার পরই এমওইউ সাইন হবে। রতন টাটা করমর্দনের হাত বাড়িয়ে বললেন ‘অফ কোর্স’।

 


তিনজনকে বিদায় দিয়ে, বৈঠকের কনফিডেনসিয়াল রিপোর্ট তৈরি করলেন রতন টাটা। ভারত সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠানো হলো গোপন নোট। আর এই নোট যেদিন দিল্লিতে পাঠানো হলো, সেদিনই টাটা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বাংলাদেশ প্রকল্প বাতিল ঘোষণা করল। রতন টাটার এই নোট শেষ পর্যন্ত ড. মনমোহন সিং পর্যন্ত গিয়েছিল।


এতবড় দেশদ্রোহীকে পুনর্জীবিত করে দেশের শাসন ক্ষমতা তার হাতে তুলে দিতে যারা আজ মরিয়া তারা কি কারনে কেন করছে তা গভীরভাবে খতিয়ে দেখা প্রতিটি সচেতন দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য।।

 

Adv Shafiul Azam

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ