• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কি আছে শ্বেতপত্রের ৭৫৯ পৃষ্টায় !

Nazmul Haque Bhuiyan
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৬ এএম
শ্বেতপত্র, জঙ্গিবাদ, মৌলবাদী, সাম্প্রদায়িকতা, ওয়াজ, ব্রেন ওয়াশ
ফাইল ছবি

কি আছে গনকমিশনের শ্বেতপত্রের প্রথম খন্ডের ৭৫৯-৭৬০ নাম্বার পৃষ্ঠায়? যার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে বাংলাদেশের সব আলেমদেরকে অপমান করা হয়েছে?
"শ্বেতপত্র, বাংলাদেশ মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন-১ম খণ্ড" মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন এটা হচ্ছে রিপোর্টের হেডিং। এই খন্ডের ৭৫৯ পৃষ্ঠায় আছে তথাকথিত বিতর্কিত ওয়াজিনদের তালিকাটি। নিচের ছবি থেকে হুবহু তুলে দিচ্ছি,

৭৫৯পৃষ্ঠাঃ 

সাম্প্রদায়িক কয়েকজন বক্তার তালিকা ও পরিচিতিঃ 
সারাদেশে কওমিপন্থী প্রায় ১০০ জন আছেন, যারা ওয়াজ মাহফিলের বক্তা হিসেবে পরিচিত। এর বাইরে জামায়াতপন্থী ১০০ জন, মাজারপন্থী ৫০ জন, আলিয়া মাদ্রাসাভিত্তিক ৫০ জন এবং আহলে হাদিসের ৫০ জন বক্তা হিসেবে পরিচিতি রয়েছে। ইউটিউবের সুবাদে জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এখন একপ্রান্তের বক্তারা আমন্ত্রণ পাচ্ছেন দেশের আরেক প্রান্তে। এমনও দেখা যায় কোনও কোনও বক্তা একদিনে অন্তত ১০টি মাহফিলে অংশ নিয়ে থাকেন!


সারাদেশে ওয়াজ মাহফিল করেন এমন উল্লেখযােগ্য বক্তাদের মধ্যে- ১, মাওলানানুরুল ইসলাম ওলিপুরী, ২. মাওলানা সাজিদুর রহমান, ৩, মুফতি রেজাউল করিম, ৪. মুফতি সৈয়দ ফয়জুল করিম, ৫. মাওলানা খােরশেদ আলম কাসেমী, ৬. মাওলানা আবুল কালাম আজাদ (বাশার), ৭. মাওলানা জুনায়েদ আল হাবিব, ৮. মুফতি
দিলওয়ার হােসাইন সাইফী, ৯. মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী, ১০. মাওলানা মাহমুদুল হাসান ভূজপুরী, ১১. মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, ১২.মাওলানা মুহিব খান, ১৩, মুফতি সাঈদ আহমদ কলরব, ১৪. মুফতি দিলাওয়ার হােসাইন, ১৫. মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী, ১৬. মাওলানা আব্দুর রহিম বিপ্লবী, ১৭. মাওলানা আরিফ বিল্লাহ, ১৮. মাওলানা বজলুর রশিদ, ১৯. মুফতি নাজিবুল্লাহ আফসারী, ২০. মাওলানা ওয়াসেক বিল্লাহ নােমানী, ২১. মুফতি নূর হােসেন নুরানী, ২২. মুফতি কাজী ইব্রাহিম, ২৩. মাওলানা গোলাম রাব্বানী, ২৪. মাওলানা মুজাফফর বিন মহসিন, ২৫. মাওলানা মােস্তফা মাহবুবুল আলম, ২৬. মাওলানা মাহমুদুল হাসান গুনবি, ২৭. মাওলানা শায়েখ সিফাত হাসান, ২৮, মাওলানা মােহাম্মদ রাকিব ইবনে সিরাজ, ২৯, মাওলানা ফয়সাল আহমদ হেলাল, ৩০. মাওলানা মতিউর রহমান মাদানী, ৩১. মাওলানা মুজিবুর রহমান, ৩২. মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ৩৩. মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকী, ৩৪. মাওলানা আজিজুল ইসলাম জালালী, ৩৫. মাওলানা মেরাজুল হক কাসেমী, ৩৬. মুফতি মুহসিনুল করিম, ৩৭. মাওলানা আব্দুল বাসেত খান, ৩৮. মাওলানা আবদুল খালেক সাহেব শরিয়তপুরী, ৩৯. মুফতি মাহমুদ উল্লাহ আতিকী, ৪০. মুফতি উসমান গণি মুছাপুরী, ৪১. মাওলানা আবু নাঈম মুহাম্মাদ তানভীর, ৪২. মুফতি শিহাবুদ্দীন, ৪৩. মুফতি মুসতাঈন বিল্লাহ আলউসওয়ায়ী, ৪৪. মাওলানা আশরাফ আলী হরষপুরী, ৪৫. মাওলানা জাকারিয়া, ৪৬. মুফতি আমজাদ হােসাইন আশরাফী, ৪৭. মুফতি আনােয়ার হােসাইন চিশতী, ৪৮. মাওলানা আতিকুল্লাহ, ৪৯. মাওলানা বশির আহমদ, ৫০. মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, ৫১. মাওলানা রিজওয়ান রফিকী, ৫২. মাওলানা আবরারুল হক হাতেমী, ৫৩. মাওলানা রাফি বিন মুনির, ৫৪. মাওলানা আনােয়ারুল ইসলাম জাবেরী, ৫৫. মাওলানা মােতাসিম বিল্লাহ আতিকী, ৫৬.মুফতি শেখ হামিদুর রহমান সাইফী, ৫৭, মাওলানা আজহারুল ইসলাম আজমী, ৫৮. মাওলানা কামাল উদ্দিন দায়েমী, ৫৯. মাওলানা কামাল উদ্দিন কাসেমী, ৬০. মাওলানা মুফতি রুহুল আমিন নুরী, ৬১. মাওলানা মাজহারুল ইসলাম মাজহারী, ৬২. মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস, ৬৩. মুফতি এহসানুল হক জিলানী, ৬৪. মাওলানা মাহবুবুর রহমান জিহাদি, ৬৫. মুফতি আব্দুল হক, ৬৬. মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, ৬৭. মাওলানা ইসমাঈল বুখারী, ৬৮. মাওলানা জয়নুল আবেদীন হাবিবী, ৬৯. মাওলানা ইউসুফ বিন এনাম, ৭০. মাওলানা শাববীর আহমদ উসমানী, ৭১. মুফতি জাহিদুল ইসলাম যায়েদ, ৭২. মাওলানা আব্দুল কাইয়ুম জামী, ৭৩. মাওলানা আবুল কালাম আজাদ, ৭৪. মাওলানা ইসমাইল হােসাইন, ৭৫. মুফতি আব্দুর রহিম হেলালী, ৭৬. মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, ৭৭. মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরী, ৭৮. মাওলানা কাজিম উদ্দীন (অন্ধ হাফেজ), ৭৯. মাওলানা ফেরদাউসুর রহমান, ৮০. মুফতি হারুনুর রশিদ, ৮১. মাওলানা আবুল কাসেম, ৮২. মুফতি ওয়ালী উল্লাহ, ৮৩. মাওলানা আবু নাঈম মুহাম্মাদ তানভীর, ৮৪. মাওলানা জাকারিয়া নাটোর, ৮৫. মাওলানা আবুল হাসান(সাদী), ৮৬. মুফতি রুহুল আমিন নুরী, ৮৭, মুফতি মামুনুর রশিদ কামালী, ৮৮. মাওলানা আবদুল কালাম আজাদ, ৮৯. মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম), ৯০. মাওলানা শামসুল হক যশােরী (নওমুসলিম), ৯১. মুফতি হাবিবুর রহমান মিসবাহ, ৯২. মাওলানা মুফতি ওলিউল্লাহ, ৯৩. মাওলানা বেলাল হুসাইন ফারুকী, ৯৪. মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, ৯৫, মাওলানা আমির হামজা, ৯৬. মাওলানা মিজানুর রহমান আযহারী, ৯৭. মাওলানা তারেক মনােয়ার, ৯৮. মাওলানা আব্দুল হালিম বােখারী, ৯৯. মাওলানা আতাউল্লাহ হাদেমী, ১০০. মাওলানা আফম খালিদ হােসেন, ১০১. মাওলানা মামুনুল হক, ১০২. মুজিবুর রহমান হামিদী, ১০৩. মাওলানা মুশতাকুন্নবী, ১০৪. মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, ১০৫. মাওলানা কুতুব উদ্দীন নানুপুরী, ১০৬. মাওলানা বেলাল উদ্দীন, ১০৭. মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ১০৮. মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, ১০৯. মাওলানা আবুল কালাম বয়ানী, ১১০. মাওলানা রফিকুল্লাহ আফসারী, ১১১, মাওলানা আব্দুল্লাহ আল-আমিন, ১১২. মাওলানা মােয়াজ্জেম হােসাইন সাইফী, ১১৩, মাওলানা আলাউদ্দীন জিহাদি, ১১৪. মাওলানা আবু বকর মােহাম্মদ জাকারিয়া, ১১৫. জৈনপুরী সিলসিলার মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, ১১৬, মাওলানা মাহবুবুর রহমান জৈনপুরী প্রমুখ।


ওয়াজের মাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ ছড়ান এমন কয়েকজনের নাম ও ওয়াজের নমুনা নিম্নে বর্ণিত হলােঃ 
=><=><=><=><=><=
এর পরে ৩৫জন বক্তার নাম সহ বিস্তারিত বর্ননা এসেছে। বর্ননায় তারা কোথায় কোন মাহফিলের বক্তৃতায় সাম্প্রদায়িক উস্কানিমূলক কি কি বলেছেন সেগুলো ভিডিওর লিংক সহ উল্লেখ করা হয়েছে। বক্তাদের পারিবারিক পরিচিতি, প্রাতিষ্ঠানিক শিক্ষা, জঙ্গী সম্পৃক্ততা (যদি থাকে), কর্মজীবন প্রায় সব কিছুই উল্লেখ করা হয়েছে। এই ৩৫ জন বক্তার বিরুদ্ধে রেফারেন্স ছাড়া কোন অভিযোগ আমলে নেয়া হয় নাই। প্রথম ১১৬ জনের তালিকার মধ্যে থেকে ৩৫ জনের নাম বাছাই করা হয়েছে ওয়াজের মাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে। অর্থাৎ গনকমিশন ১১৬জনের মধ্যে থেকে এই ৩৫ জনকে দোষী হিসেবে পেয়েছে। এখানে সমগ্র বাংলাদেশের সব আলেমদেরকে পাইকারি হারে নেয়া হয় নাই বা ১১৬জনের সবাইকে দোষী বলা হয় নাই। সুতরাং যেভাবে বলা হচ্ছে আলেমদের অপমান করা হচ্ছে ব্যাপারটা তেমন নয়।
তবে গতকাল এই রিপোর্টের বিরোধিতা করে কু-তর্কের ভান্ডার নিয়ে বিতর্ক করতে বসা গাবগাসী কেন এত উত্তেজিত হয়ে গিয়েছিল তার একটা কারণ রিপোর্টটা দেখে কিছুটা আন্দাজ করা যায়। ওয়াজের মাধ্যমে যারা ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে তেমন ৩৫ জনের তালিকার প্রথম নামটি হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাস


বিস্তারিত কাল কমুনি
#শ্বেতপত্র
#তুমি_কেন_ঘষো_আমি_তাহা_জানি

 

লেখকঃ Nazmul Haque Bhuiyan

 

 

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ