
শৃলঙ্খার প্রধানমন্ত্রী রাজাপাকসে পদত্যাগ করায় বঙ্গদেশের শিরদাঁড়াহীন কেঁচো প্রজাতির প্রাণীগুলো আবারো কান্নাকাটি শুরু করেছে !
কেঁচো প্রজাতির কান্নাকাটি হচ্ছে, শেখ হাসিনা কেন পদত্যাগ করেনা?
ঠিক এই কারণেই কি শেখ হাসিনার পদত্যাগ করা উচিৎ?
ঠিক এই কারণেই কি শেখ হাসিনার পদত্যাগ করা উচিৎ?
ঠিক এই কারণেই কি শেখ হাসিনার পদত্যাগ করা উচিৎ?
ঠিক এই কারণেই কি শেখ হাসিনার পদত্যাগ করা উচিৎ?
এছাড়াও বেকারত্বের হার, দারিদ্রতার হার, আর্ত্মসামাজিক উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান, শিক্ষার হারে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে।
অপরদিকে রাজাপাকসে সরকার শৃলঙ্খার মতো সমৃদ্ধ অর্থনীতির মধ্যম আয়ের একটি দেশকে দূর্ণীতি এবং পরিবারতন্ত্রের বেড়াজালে আটকে ফেলেছে! অর্থনীতির বেহালদশার কারণে দেশটি আজ পুরোপুরি দেউলিয়া। এতোবড় অযোগ্যতা, অদক্ষতার পরও যদি রাজাপাকসে পদত্যাগ না করতো....তাহলে সেটাই সবচয়ে বেশি আশ্চর্যজনক হতো।
কিন্তু গত একযুগ ধরে অর্থনীতি, অবকাঠামো, আর্ত্মসামাজিক উন্নয়ন, মানুষের জিবনযাত্রার মান সহ বিভিন্ন খাতে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে স্বর্ণালিযুগ পার করছে। এই অভূতপূর্ব উন্নয়নের ক্রেডিট অবশ্যই শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব। যদিও আওয়ামীলীগ সরকারের সমালোচনা করার মতো অনেক বিষয় রয়েছে। যেমন দূর্ণীতি দূর্বৃত্তায়ন, চাঁদাবাজি টেন্ডারবাজি, মূল্যস্ফীতি....ইত্যাদি ইত্যাদি।
কিন্তু এই শিরদাঁড়াহীন কেঁচো প্রজাতির প্রাণীগুলো এইসব অসঙ্গতির বিরুদ্ধে রাস্তায় দাড়িয়ে একটা মানববন্ধন করারও সাহস করেনা! শুধুমাত্র ফেইসবুক ইউটিউবে হাসিনার ----------!
শেখ হাসিনা না চাইলে.....আওয়ামিলীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার মতো সাহস এবং শক্তি এই কেঁচো প্রজাতির নাই! এরা এখন অনলাইন কেন্দ্রিক দলে পরিণত হয়েছে! এদের কাজই হচ্ছে অনলাইনে বসে বসে শেখ হাসিনার------------
সংযুক্তিঃ
হ্যাঁ ফখরুল সাহেব, জিডিপি প্রবৃদ্ধি ও পদ্মাসেতু খাওয়া যায় না কিন্তু এগুলো খেতে চেষ্টা করতে হলেও পায়ের নীচে যে শক্তভীত দরকার তা শেখ হাসিনা করে দিয়ে গেলেন।
জেবি২৪/সোশ্যাল মিডিয়া
Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: