
কর্তৃপক্ষ তাদের নিজ নিজ প্রতীক বরাদ্দের পর খুলনা সিটি করপোরেশনের সব মেয়র প্রার্থী আজ তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আমাদের খুলনা সংবাদদাতা জানাচ্ছেন, আগামী ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা (নৌকা) প্রতীক পেয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন লাঙ্গল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল আউয়াল হাতপাখা (হাত পাখা) এবং জাকের পার্টির প্রার্থী এসএম সাব্বির হোসেন পেয়েছেন 'নৌকা' প্রতীক। রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিনের কাছ থেকে গোলাপ প্রতীক।
সকাল ৯টার দিকে প্রতীক পাওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী খালেক তার দলীয় সমর্থকদের নিয়ে দৌলতপুর, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেক বলেন, জনগণের রায় আমরা মেনে নেব। গাজীপুরের জনগণ যে রায় দিয়েছে তা মেনে নিয়েছি।
জাপা প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, আওয়ামী লীগ সরকার চাইলে সুষ্ঠু নির্বাচন হবে। তারা না চাইলে তা হবে না।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল বলেন, আমরা খুলনাকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই, দূষণমুক্ত শহর গড়তে চাই।
জাকের পার্টির এসএম সাব্বির বলেন, নির্বাচনী আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচারণা চালানো হবে।
রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিন জানান, মোট ১২ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ফলস্বরূপ, বর্তমানে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরও বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ২৮৯টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: