
পরম দয়ালু, আমাদের স্রষ্টা,বিশ্বের প্রতিপালক, মহাসর্বোতকৃষ্ট বিচারক আল্লাহতালা তার বান্দাদের সৃষ্টি করেছেন এবাদতের মাধ্যমে তার সন্তুষ্টির জন্য। বেহেস্ত পাওয়ার জন্য সৃষ্টি করেন নি।
আল্লাহতালা তার বান্দার এবাদতে সন্তুষ্ট হলে তাকে বেহেস্ত পুরষ্কার হিসাবে দান করবেন। উদাহরন দেওয়া যেতে পারে বিশ্বের যে সমস্ত খেলায় যে দল ১ম হয়ে জয়লাভ করে সেই দলের পুরষ্কার হিসাবে মূল্যবান ট্রফি দেওয়া হয়। ঠিক তেমনি আল্লাহতালার সন্তুষ্ট বিধান করতে পারলে বেহেস্ত দান করা হয়। কিন্তু সে কাজ বড়ই দুরহ।
কারন আল্লাহতালা তার বান্দা সৃষ্টির সময় তার কলবে দশ রিপুর সমন্নয়ে নফসে আম্বারাকে সাজিয়েছেন।নফসে আম্বারা পাহারা দিচ্ছে মহা জ্ঞানী শয়তান। যদি কোন বান্দা তার দশ রিপুকে দমন করতে পারে তখন শয়তান সেখান থেকে বিতাড়িত হয়ে ঐ কলবে আল্লার নূর ঝলকাইতে থাকে। একাজটি খুব সহজ নয়। একাজ শেখার জন্য একজন সঠিক গুরু প্রয়োজন হয়।
এখন বলতে পারি আল্লাহতালার মহা পবিত্র কোরান শরীফ ও রাসুল ( সাঃ) এর মহা পবিত্র হাদিস শরীফতো আছে। ঐ অনুযায়ী চললেইতো হয়।
উদাহরন স্বরুপ ধরুন আপনি বাজার থেকে ডাক্তারী বই কিনলেন। বইয়ের বর্ননা অনুযায়ী ঔষধ প্রয়োগ করলেন। রোগ ভাল হবে কি? হবে না। কারন আপনি রোগ নির্নয় জানেন না। ঔষধের প্রয়োগের মাত্রা জানেন না।
বিভিন্ন কারনে আপনার দেওয়া ঔষধে রোগ নিরাময় হবে না। এর জন্য গুরুর কাছে শিক্ষার প্রয়োজন। কেন আপনারা কি জানেন না রাসুল (সাঃ) এর শিক্ষক স্বয়ং মহান আল্লাহতালা। সাহাবাবৃন্দের শিক্ষক রাসুল(সাঃ)। আর আল্লাহতালা পবিত্র কোরান শরিফের মাধ্যমে তার প্রিয় পাত্ররা যে পথে গেছেন সেই পথে পরিচালিত করার জন্য আল্লাহর অনুগ্রহ লাভের কথা বলেছেন। আর রসুল (সাঃ) বলেছেন যারা রাসুল(সাঃ) এর ওয়ারেশ তাদের কাছে যাও।
এখন রাসুল(সাঃ) এর ওয়ারেশ কারা। শুধু মাত্র যারা কিছু কেতাব মুখস্ত করেছে বা শরিয়তের যে গুলো তার অনুকুলে সেগুলো মেনে চলে তারাই? না তারা নয়। যারা রাসুল(সঃ) রংয়ে রঙ্গিন। রাসুল(সাঃ) এর চরিত্রে বলিয়ান, যারা আল্লাহতালার সবগুলি নির্দেষিত পথে চলে। তারাই আল্লাহর প্রিয় বান্দা,তারাই রাসুল(,সাঃ) এর ওয়ারেশ।
এক মাত্র ঐ মানুষ গুলোর কাছে গেলেই এবং তাদের শিক্ষা অনুযায়ী চলায় আল্লাহর সন্তুষ্টি বিধান সহ রাসুল (সাঃ) এর বন্ধু হওয়া যায়। তখন আল্লাহতালা তার ঐ বান্দাকে বেহেস্ত দান করে পুরষ্কৃত করেন।।
মো: শওকত আলি ভূঁইয়া
Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: