
আল-জাজিরা দেশ কাতার সেনাবাহিনী ,বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮ উন্নত জাতের ঘোড়া উপহার দিয়েছে এটি বিরাট একটা সুখবর। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আরবের তেল উৎপাদনকারী ধনী দেশ,কাতারের সাথে সুসম্পর্ক উল্লেখ যোগ্য অগ্রগতি।
আমার লেখার মুল বিষয় হচ্ছে আল-জাজিরা টেলিভিশন বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নিতীবাচক নিউজ নিয়ে, তোলপাড় করা মিডিয়া। বিরোধী দল বিএনপি,সুশীল নামের কুশিলের দেশ উল্টে ফেলা গুজব প্রোপাগান্ডার পক্ষে অবস্থান নেয়া।
দেশের স্থিতিশিল পরিস্থিতি পরিপন্থী দুশমনরা কাতার সেনাবাহিনীর সাথে সু-সম্পর্কে কেন আজ গলা ফাটাচ্ছেন না,মিডিয়ায় কেন চুপচাপ হয়ে বসে আছে!
বন্ধু প্রতিম দেশ কাতার সেনাবাহিনী,বাংলাদেশ সেনাবাহিনী দারস্থ হয়েছেন,সেই দেশের নিরাপত্তার প্রয়োজনে আমাদের সেনা মোতায়েন করার বিষয়ে বড় সমঝোতা স্মারক হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর এ-ই সাফল্যে অনুপ্রাণিত হতে পারছেন না কেন ! দেশের বিরুদ্ধে আল-জাজিরার ষড়যন্ত্র মুলুক নিউজ আপনাদের অনুপ্রেরণা দেয়?
তাদের মুখে চপেটাঘাত দিয়ে শুধু কাতার নয়,আরব আরো কয়েকটি দেশ বাংলাদেশ সেনাবাহিনী পেতে মরিয়া।
এটি প্রমান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আস্তা ও সমর্থন এবং দেশ বিরোধী বিএনপি জামাতের প্রতি ঘৃনা।।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: