
মোরেলগঞ্জে খরস্রোতা পানগুছি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা নদীর তীরে মানববন্ধন করেছেন।
বুধবার বেলা ১১টার দিকে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ‘প্রোটেকটিভ ওয়ার্ক’ (সুরক্ষা কাজ) শুরু করার দাবিতে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকার প্রচুর মানুষের সমাগম হয়।
এতে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া গাবতলা গ্রামের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
খবর পেয়ে পার্শ্ববর্তী খাউলিয়া ইউনিয়নেরও বহু লোক এ কর্মসূচিতে যোগ দেন।
স্থানীয় যুব গ্রুপ ও সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, সাব্বির হোসেন, মিলন শেখ ও শেফালী আক্তার রাখী।
বক্তারা ভাঙ্গন রোধের জন্য গত ১৯ এপ্রিল একনেকে পাশ হওয়া পানগুছি নদীর ভাঙ্গন রোধের জন্য ‘প্রোটেকটিভ ওয়ার্ক ও বিশখালী নদী খনন প্রকল্পের’ কাজ দ্রুত শুরু করার দাবি জানান।
প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে মানববন্ধন শেষ করা হয়।
জেবি/বাগেরহাট
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: