• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গাঁজাসহ মোরেলগঞ্জে একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ৩০ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১০ পিএম
গাঁজা, মাদক ,  মোরেলগঞ্জ , খুলনা
প্রতীকী ছবি

 

শুক্রবার বিকেল ৬টার সময়ে বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ। 

শুক্রবার বিকেল ৬টার দিকে বিশ্বস্ত ও গোপন সংবাদের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) বাগেরহাটের একটি স্পেশাল টিম মোরেলগঞ্জের দোনা গ্রামের শহিদুল ফকিরের বাড়ির সামনে রাস্তার উপর থেকে সবুজ শেখ (২৭) কে গাজা সহ গ্রেফতার করে। সবুজের অপর এক সহযোগী এসময় ডিবির জাল ছিড়ে বেরিয়ে যায়। তাকে গ্রেফতার করার জোর প্রচেষ্টা অব্যাহত আছে 

ধৃত আসামি সবুজ শেখের দখল হতে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ তালিকামতে উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় জব্দ করে এরেস্টিং টিম অফিসার।


সবুজের পরিচয় জানা যায় যে, তার পতার নামঃ শাহআলম শেখ,গ্রামঃ   সোনাখালী,থানাঃ মোরেলগঞ্জ, জেলাঃ বাগেরহাট। পুলিশের কথামতে জানা যায় যে,সে একজন পেশাদার মাদক বিক্রেতা  

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের এসআই সৈয়দ  জামারত আলী বাদি হয়ে ধৃত আসামি সহ পলাতক আসামির নামে  থানায় এজাহার প্রদান করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ওসি সাইদুর রহমান জানিয়েছেন । 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ