
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকরেছিলো ব্যবসায়ী গাজী আনিসকে ।
গত ৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে গাজী আনিস। ৫ জুলাই আনুমানিক ভোর ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।
এর আগে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন গাজী আনিসের ভাই নজরুল ইসলাম।
এরপর মঙ্গলবার (৫ জুলাই) তাদের রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে র্যাব।
সেই সুত্র ধরে বিনিয়োগের প্রলোভনের অভিযোগে আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) মালিক নুরুল আমিন দম্পতিকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর এ রিমান্ড মঞ্জুর করেন।
তাদের আদালতে হাজির করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: