• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হলো কাবুলে টি২০ ম্যাচে , হতাহতের শঙ্কা নিয়ে মতভেদ ।

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪০ এএম
গ্রেনেড বিস্ফোরণ ,  কাবুল , আফগান ,  টি২০ ম্যাচ , হতাহতের শঙ্কা

 

কাবুলের প্রধান ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সূত্র বলছে, এতে কমপক্ষে চার জন আহত হয়েছেন এবং বিস্ফোরণের পরপরই খেলা বন্ধ করে দেয়া হয়েছে । 

অন্যদিকে ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক মিডিয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এক টুইটের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবারের বিস্ফোরণে ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

 

এর পূর্বে এক টুইট বার্তায় গুতেরেস বলেন, আমি এ ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৯ জন নিহত ও আরও অনেকে হতাহত হয়েছে।

এই বিষয়ে আফগান কর্তৃপক্ষ একেবারেই চুপচাপ রয়েছে । তারা এই বিষয়ে কোন কিছুই জানায়নি ।  

 

আল-জাজিরার বরাতে জানা যায়, শুক্রবার (২৯ জুলাই) কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগে পামির জালমি এবং ব্যান্ড-ই-আমির ড্রাগনসের মধ্যে একটি ম্যাচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খালিদ জাদরান নামে কাবুল পুলিশের একজন মুখপাত্র  বলেছেন, একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, বিস্ফোরণের পর কিছুক্ষণের জন্য ম্যাচ থেমে যায়। পরে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পর ম্যাচটি আবার শুরু হয়। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান জানিয়েছেন, বিস্ফোরণে চারজন দর্শক আহত হয়েছেন।

 

খেলোয়াড়, স্টাফ সদস্য এবং বিদেশীরা সবাই নিরাপদ রয়েছেন বলে টুইটারে জানান তিনি। 

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী আলাকবারভ এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণটি আফগানিস্তানের জনসংখ্যা যে ভয়ঙ্কর এবং যে কোন মূহুর্তে সহিংসতার সম্মুখিন হতে যাচ্ছে তার একটি বার্তা।


 
শুক্রবার দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন সেই কারণে অনেক লোকের সমাগম ছিলো সেখানে । অনেকের ধারণা, অনেক মানুষ যাতে হতাহত হয়, সেই জন্যই এ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।  উক্ত ঘটনার জন্য কেউ দায় দায়িত্ব এখন অবধি স্বীকার করেনি । 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ