
বহুল আলোচিত চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোশাররফ হোসেন (৩৪)‘কে দীর্ঘ ১০ বছর পর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ২০১২ তারিখে ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃংখল লোক। উক্ত ঘটনায় দায়ের কৃত হত্যা মামলায় (সূত্রাপুর থানার মামলা নং-০৮, তারিখ- ০৯/১২/২০১২ ইং, ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে গত ১৮ ডিসেম্বর ২০১৩ তারিখে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ উক্ত মামলায় ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদন্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। ধৃত মোশাররফ নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হলেও সে পলাতক থাকে। পরবর্তীতে ২০১৭ সালে মহামান্য হাইকোর্ট উক্ত মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহ(৩৪) এর যাবজ্জীবন কারাদন্ডের রায় বহাল রাখেন। মহামান্য হাইকোর্টে রায় ঘোষণার সময়ও মোশাররফ পলাতক ছিল।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গত ১৬ অক্টোবর ২০২২ তারিখ ১৮০০ ঘটিকায় রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহ(৩৪) কে আটক করে।
আটককৃত মোশারফ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মাহতাব উদ্দীনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে বলে র্যাবের বরাতে জানা গেছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আশার জন্য অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
Daily J.B 24 / ধ্রুব নয়ন
আপনার মতামত লিখুন: