• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ছাত্রের আঘাতে শিক্ষকের মৃত্যু, এ লাশ কোথায় রাখি--

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৩৬ পিএম
ছাত্র , শিক্ষক , আশুলিয়া , ঢাকা , হত্যা
ফাইল ছবি

আশুলিয়ায় ছাত্রের ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে আহত শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) মারা গেছেন। 

প্রাপ্ত অভিযোগে জানা যায় যে,সোমবার (২৭ জুন) ভোরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিক্ষক উৎপল কুমার সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। 

অভিযুক্ত দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ঘটনার পর থেকে পলাতক। সে পরিবারের সঙ্গে জামগড়া এলাকায় থাকতো।


Joybangla24.live কে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, ‌‘গত শনিবার স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। শিক্ষক উৎপল কুমার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে ঐ ছাত্র মাঠ থেকে ক্রিকেট খেলার স্ট্যাম্প তুলে নিয়ে এসে তাকে এলোপাথাড়ি আঘাত করে দ্রুত  ঘটনাস্থল ত্যাগ করে।

জখমী শিক্ষক  উৎপলকে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যালে আইসিউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়েছে।’


তিনি আরও বলেন, ‘উৎপল কুমার স্কুলের শৃঙ্খলা ও পরিবেশ কমিটির আহ্বায়ক ছিলেন। ছাত্রদের বিভিন্ন সময়ে চুল কাটতে বলা সহ বিভিন্ন আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করতেন। শিক্ষার্থীদের অপরাধের বিচারও করতেন তিনি। 

ফলে সে কারণেই হয়তো ক্ষোভ থেকে ঐ ছাত্র তার ওপর হামলা চালায়।’

আশুলিয়া থানার এসআই এমদাদুল হক  Joybangla24.live কে জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতারের জন্যে  অভিযান চলছে।

বিষয়টি নিয়ে এলাকায় অসন্তোষ সহ শোকের ছায়া নেমে এসেছে।

 

জেবি/অপরাধ 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ