• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

"ছোট্ট মনুদের জন্য ভালবাসা" সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য নির্বাচন

আব্দুল্লাহ আল-মামুন
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৩ এএম
ছোট্ট মনুদের জন্য ভালবাসা , সামাজিক,  স্বেচ্ছাসেবী,  সংগঠন

মঠবাড়িয়া উপজেলার সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "ছোট্ট মনুদের জন্য ভালবাসা" (LOVE FOR CHILDREN) এর উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মনোনীত হলেন  জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ ও জাকির হোসাইন ফরাজী। 

দীর্ঘদিন যাবৎ সংগঠনের স্বেচ্ছাসেবী কার্যক্রম দেখে তারা সংগঠনটির প্রতি আগ্রহী হন, তারা সংগঠন সম্পর্কে ধারনা নেন এবং সংগঠনের সাথে জেনে শুনে বুঝে সংযুক্ত হবার ইচ্ছা পোষন করেন, সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের সদস্যদের আলোচনাক্রমে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব আপন আহমেদ তাদের'কে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করার প্রস্তাব পেশ করেন, উক্ত প্রস্তাবে অন্যান্য উপদেষ্টা ও কার্যনির্বাহী সংসদের সদস্যগন একমত প্রকাশ করেন।

উল্লেখযোগ্য সদস্যদের মতামতে সংগঠনের গঠনতন্ত্রের ধারা নং ১০ এর খ উপধারার ৩ নং কলাম অনুযায়ী তাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।

এ ব্যাপারে উপদেষ্টা পরিষদের অন্যতম আরেক সদস্য জনাব মোঃ অলিউল্লাহ হাওলাদার প্রতিনিধিকে জানান, সংগঠনের উপদেষ্টা পরিষদে নম্র, জ্ঞানী এবং সুপরামর্শকের দরকার। সে হিসেবে জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ এবং মোঃ জাকির হোসাইন ফরাজী দু'জনই যোগ্য ও প্রতিভাবান দানশীল ব্যাক্তি।
সংগঠনের সাথে তাদের সম্পৃক্ততাকে আমি স্বাগত জানাই। সংগঠনের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব আবু জাফর শেখ জানান, উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য প্রবাসে অবস্থান করেন তাই স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক সদস্যদের সুপরামর্শক হিসেবে জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ ও মোঃ জাকির হোসাইন ফরাজী ভাইকে স্বাগত জানাই এবং আশারাখি তারা সর্বদা সংগঠনের স্থানীয় পর্যায়ের সকল স্বেচ্ছাসেবকদের স্বমন্বয়ে তাদের সুচিন্তিত মতামত প্রদান ও দিক নির্দেশনায় সংগঠনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবেন।

নাসির উদ্দিন আহমেদ জয়বাংলা টুয়েন্টিফোর ডট লাইভ-কে জানান, আসলে আমাদের সমাজে ছোট্ট সোনামনিদের নিয়ে সেভাবে ভাবা হয় না। খেলার মাঠগুলো দিনদিন সংকুচিত হয়ে যাচ্ছে। খেলাধূলার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। শিশুদের নিয়ে বিনোদন মূলক শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ নেই বললেই চলে। শিশু উদ্যানগুলোও বড়দের দখলে। এমনকি ডিজিটাল যুগে এসে পরিবারে আপন মা-বাবার ব্যস্ততায়, অসযোগীতায় ছোট্ট মনুরা একাকীত্বে বেড়ে উঠছে। এসব নানাবিধ বিষয় চিন্তা করে সংগঠনটিতে যুক্ত হয়েছি। পৃথিবীর সকল ছোট মনুদের জন্য ভালোবাসা রইলো। 

উল্লেখ্য যে, সংগঠনটি দীর্ঘদিন যাবৎ মঠবাড়িয়া উপজেলা ব্যাপী অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানার্থে কাজ করে যাচ্ছে।

 


 

 

 

Daily J.B 24 / আব্দুল্লাহ আল-মামুন, মঠবাড়িয়া ব্যুরো, জয়বাংলা টুয়েন্টিফোর ডট লাইভ

বিবিধ সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ