
মতিয়া চৌধুরী থেকে আবদুস সামাদ আজাদ পর্যন্ত মোট ৯ জন।যারা আওয়ামীলীগের দুর্দিনে দলকে আগলিয়ে রেখেছিলেন।
যার ফলে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পেরেছিল।
আজ সেই ৯ জনের মধ্যে মাত্র ৩ জন বেঁচে আছেন।
শেখ হাসিনা যাদের প্রতি নির্ভার ছিলেন তাঁরা একে একে পৃথিবীর আলো ছেড়ে অন্য আলোয় চলে যাচ্ছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান নির্ভরতার স্থানগুলো ঠিক ঠাক আছেতো?
নাকি নগ্ন বেঈমানীর উর্বরতায় আবার সন্তান সম্ভবা ?
এক সময় বাংলাদেশ বিমানের শ্লোগান ছিল,"ছোট হয়ে আসছে পৃথিবী "।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: