• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ছোট হয়ে আসছে পৃথিবী ? নাকি বেঈমানীর উর্বরতা সীমানা বৃদ্ধি করছে ?

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩২ এএম
প্রধানমন্ত্রী, শেখ হাসিনা , নির্ভরতা

 

 

মতিয়া চৌধুরী থেকে আবদুস সামাদ আজাদ পর্যন্ত  মোট ৯ জন।যারা আওয়ামীলীগের দুর্দিনে দলকে আগলিয়ে রেখেছিলেন। 

যার ফলে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পেরেছিল।


আজ সেই ৯ জনের মধ্যে মাত্র ৩ জন বেঁচে আছেন।

শেখ হাসিনা যাদের প্রতি নির্ভার ছিলেন তাঁরা একে একে পৃথিবীর আলো ছেড়ে অন্য আলোয় চলে যাচ্ছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান নির্ভরতার স্থানগুলো ঠিক ঠাক আছেতো? 

নাকি নগ্ন বেঈমানীর উর্বরতায় আবার সন্তান সম্ভবা ? 


এক সময় বাংলাদেশ বিমানের শ্লোগান ছিল,"ছোট হয়ে আসছে পৃথিবী "।

 

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী বিভাগের জনপ্রিয় সংবাদ